রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


মাধ্যমিক পরীক্ষার্থী অর্জুন দাস। ছবি: সংগৃহীত।

মাধ্যমিক পরীক্ষার্থীকে পিষে মারল বুনো হাতি। বৃহস্পতিবার জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল সংলগ্ন এলাকায় সকাল সাড়ে ৯টা নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় একটি দলছুট হাতি ওই হামলা চালায়।

অর্জুন দাসের মৃত্যুর ঘটনায় সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাটি যখন ঘটেছে, তখন মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গেই ছিলেন। বৃহস্পতিবার কলকাতার উদ্দেশে রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। তিনি বলেন, ‘‘জলপাইগুড়িতে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। প্রশাসনকে নির্দেশ দিয়েছি, পরীক্ষা যাতে নির্বিঘ্নে করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করতে। মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে করার জন্য সব ব্যবস্থা রাখতে হবে।’’
পুলিস সূত্রে খবর, পরীক্ষার্থীর নাম অর্জুন দাস। বৃহস্পতিবার সকালে বাবা বিষ্ণু দাসের সঙ্গে স্কুটিতে চেপে জঙ্গলের ভিতরের রাস্তা দিয়ে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল অর্জুন। পাঁচিরাম নহাটা স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল অর্জুন। বাড়ি থেকে ২০-২৫ কিলোমিটার দূরে বেলাকোবা বটতল কেবলপাড়া হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল তার। আজ তার প্রথম ভাষা পরীক্ষা ছিল।

এমন সময়ই দলছুট একটি দাঁতাল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর জঙ্গল কাছাকাছি টাকিমারি এলাকায় হামলা চালায়। পথে হাতি দেখে বিষ্ণু বাইক ফেলে পালিয়ে যান। কিন্তু অর্জুন পালাতে পারেনি। মুহূর্তে দাঁতাল পিষে দেয় তাকে। তাকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারে। এই ঘটনায় অর্জুন মারাত্মকভাবে জখম হয়।
আরও পড়ুন:

সারা আলির সঙ্গে প্রেম করেছেন? উত্তর ফাঁস করলেন ‘শেহজাদা’ কার্তিক

বায়ুদূষণে বাড়ছে বিপদ, দূষণের প্রভাব এড়াতে রোজ পাতে থাকুক এই চারটি জিনিস

ওই হামলায় অর্জুন গুরুতর জখম হয়। তাকে নিয়ে পরিবারের সদস্যেরা দ্রুত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশে রওনা দেন। যদিও হাসপাতালে যাওয়ার পথেই অর্জুনের মৃত্যু হয়। বনকর্মী এবং পুলিশকর্মীরা খবর পেয়েই তড়িঘড়ি হাসপাতালে পৌঁছেছেন। অর্জুনের মৃত্যুর খবর শুনে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তিনি এই ঘটনায় শোকাহত।
আরও পড়ুন:

সৌরভের জীবনীচিত্রে মহারাজের ভূমিকায় কাকে দেখা যাবে? অভিনেতা বাছাই চূড়ান্ত

ডায়েট ফটাফট: ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়েছে? কোন কোন খাবারে বশে থাকে এই সমস্যা? জেনে নিন কী খাবেন, কী নয়

বনদপ্তর জানিয়েছে, জঙ্গলের মধ্যে যে জায়গায় দুর্ঘটনাটি ঘটেছে সেই রাস্তা চলাফেরা নিষিদ্ধ। তবু মানুষ সাহস দেখিয়ে ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য শুক্রবার থেকে টাকিমারির ওই রাস্তায় নজরদারি চলবে।

অর্জুনের মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। মহারাজঘাটে অর্জুনের বাড়িতে লোকারণ্য। সেখানে পুলিশ এবং বনকর্মীরাও পৌঁছেছেন। রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় নিহত ছাত্রের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন।

Skip to content