রবিবার ২৯ সেপ্টেম্বর, ২০২৪


রাঢ় বাংলা বাঁকুড়া জেলার দক্ষিণ-পূর্বে হুগলির প্রান্ত ঘেঁষা বিষ্ণুপুর মহকুমার একটি প্রত্যন্ত ছোট্টগ্রাম জয়রামবাটি। রাঢ় অঞ্চলের রুক্ষতা এই গ্রামকে ছুঁতে পারেনি। প্রকৃতি এখানে বড়ই মনোরম। এর উত্তরদিক দিয়ে বয়ে চলেছে স্বচ্ছসলিল আমোদর নদ। হুগলি প্রান্তের লাল কাঁকুরে মাটিতে তাই সরসতা আছে। এখানে পথের পাশে বট, অশ্বত্থ, আম খেজুর গাছের ছায়াঘেরা প্রাকৃতিক পরিবেশ। বাতাসে ভাসে বকুলের গন্ধ, গুলঞ্চ হাওয়ায় দোলে। পুকুর আর দীঘিতে সাঁতার কাটে হাঁসেরা, তাদের মাঝে ফুটে আছে পদ্ম-শালুকেরা। এখানে গ্রাম বাংলার নিজস্ব বৈশিষ্ট্যের চালাঘরের সারি তাকে ছবির মতো সাজিয়ে তুলেছে।

Skip to content