ছোট্ট মোহর স্কুলে যাওয়ার সময়ে এখনও নিজের জুতোর দড়ি বাঁধতে পারে না। মায়ের জন্য বসে থাকতে হয়। স্কুলের গাড়ি এসে হর্ন দিয়ে যায়। ওর একদম ভাল লাগে না। কিন্তু উপায়ও যে নেই। তার জুতোর দড়ি বেঁধে দেবে কে? এই রকম ছোট ছোট অনেক সমস্যাই ওদের ঘিরে থাকে। নিজের সন্তানকে বাড়তে দিন— শুধু বয়সে নয়, বুদ্ধিতেও। ওর সব কাজ করে দিলে ও আত্মনির্ভর হবে কী করে? অল্প অল্প করে ওকেও দায়িত্ব দিতে হবে যে!