বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


পুজোর পরেই বার্ষিক পরীক্ষার প্রস্তুতির মরসুম শুরু হয়ে যায়। কোনও কোনও স্কুলে পুজোর পর মূল্যায়ন পরীক্ষাও থাকে। তাই উৎসবের মজা সেরে উঠেই বইপত্রের জগতে ডুবে যেতে হয় বাড়ির খুদে সদস্যকে। আর সন্তানের পরীক্ষা মানেই উদ্বেগ থেকে প্রস্তুতি সব যেন আপনারও! বর্তমান যুগে পড়াশোনার চাপ, কেরিয়ারের ভাবনা ছোট বয়স থেকেই শুরু করে দেন অভিভাবকদের একাংশ।

আর এই ভাবনা আর ভয় থেকেই কোনও কোনও শিশুর বেলায় দেখা যায় পরীক্ষাভীতি। তবে শুধু ছোটদের বেলায় নয়, একটু উঁচু ক্লাসের ছাত্র-ছাত্রীরাও কিন্তু অনেকেই পরীক্ষা নিয়ে অতিরিক্ত উদ্বেগে ভোগে। তবে তাঁদের ভয়ের কারণ ও মাত্রা ছোটদের মতো নয়। আর এই ভয়ের জেরে ফলাফল আরও খারাপ হয়। যেটুকু সময় বাকি আছে, ভয়ের চোটে তাকেও ব্যবহার করা হয়ে ওঠে না। সিলেবাস শেষ হয়নি বা তেমন করে মন দেওয়া হয়নি সারা বছর, এমন সমস্যাও নতুন নয়।

কোনও ভাবে যদি আপনার সন্তানও এমন সমস্যায় পড়ে, তা হলে সেই ভয় কী ভাবে দূর করবেন? হাতে যেটুকু সময় আছে, মন দিয়ে ও বুদ্ধি খাটিয়ে সেটুকু সময়কে কাজে লাগাতে পারলে কিন্তু অনেকটাই সামলানো যায়৷ কী করবেন? রইল সহজ সমাধান।

Skip to content