আর কয়েকটা দিন ব্যস — তারপরই শুরু বোর্ডের পরীক্ষা। জীবনের প্রথম বড় পরীক্ষা। শুধু কি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মাসে এই পরীক্ষা আমাদের জীবনে আসে? আমার তো মনে হয় একদমই না। তোমরা যারা এ বছর পরীক্ষায় বসবে তাদের মধ্যে বেশিরভাগই এক-দেড় বছর আগে থেকেই এই পরীক্ষা যে এক ‘বিশেষ পরীক্ষা’ তার আভাস পেয়েছে। সেই সঙ্গে পরীক্ষা সংক্রান্ত নানাবিধ সতর্কতামূলক উপদেশও পেয়ে গিয়েছ তোমরা। ‘এই সামনের বছর কিন্তু বোর্ডের পরীক্ষা” থেকে “এ বছর তোর বোর্ড”! বড়দের থেকে এমন সাবধান বার্তা নিশ্চয় শুনেছ। আর সেই বোর্ডের পরীক্ষা আজ থেকে মাত্র ন’দিন বাদে। এই প্রতিবেদনে তোমাদের এই শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে কিছু জরুরি বিষয় আলোচনা করলাম। বিষয়গুলি মাথায় রাখলে পরীক্ষার প্রস্তুতিতে খুব কাজে আসবে। আলোচনায় সাহেলী গঙ্গোপাধ্যায়, কনসালট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট।