শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


মধুমেহ বা ডায়াবিটিসে আক্রান্ত হওয়ার নির্দিষ্ট কোনও বয়স নেই। বিশেষজ্ঞদের মতে, মধুমেহ হল এমন একটা অসুখ যেটা একবার দেখা দিলে তা প্রায় চিরস্থায়ী একটা রোগ হিসেবে থেকেই যায়। ছোট বা বড় যে কোনও বয়সের মানুষই এই রোগে আক্রান্ত হতে পারেন। ছয় মাসের কম বয়সী শিশুদের মধ্যে ডায়াবিটিস ধরা পড়লে তাকে প্রাথমিক পর্যায়ে হিসেবেই দেখা হয়। সেক্ষেত্রে মধুমেহ বা ডায়াবিটিস সেরে যাওয়ার সম্ভাবনা বেশি। তবে বয়স যদি ছয় মাসের বেশি হয় তাহলে তা সাধারণত চিরস্থায়ী হয়ে যায়।

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, পরিবারে বাবা-মা দু’ জনেই ডায়াবিটিসে আক্রান্ত হলে বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের ছোট সদস্য ডায়াবিটিস রোগে আক্রান্ত হতে পারেন। তাই পরিবারের ছোট সদস্যের দিকে বাড়তি সর্তকতা বা বাড়তি নজর রাখা প্রয়োজন। শিশুদের মধ্যে প্রধানত টাইপ-১ ডায়াবেটিসই বেশি দেখা যায়। আলোচনা করেছেন সুতনুকা পাল, পুষ্টিবিদ, ডায়েট-টু-ফাইট।


Skip to content