রবিবার ২২ সেপ্টেম্বর, ২০২৪


রথের চাকা ঘোরে। সমাজের চাকা ঘোরে। চাকার সচলতা জীবনে চরৈবেতির সুর তোলে। এই চলার পথ তখন গলি থেকে রাজপথ হয়ে গগনচারী হয়। দূরগামী ব্যথার মরণজয়ী গান বিপুল ভবিষ্যতে ছুটে চলে মহাঘর্ঘর ধ্বনিতে। জীবনদেবতার আনন্দঘন রসসিক্ত আহ্বানে ধীরে ধীরে উঠে দাঁড়ান দিগ্বিজয়ী বীর, সামনে মহামানবের সাগরসঙ্গম। ঘুরতে থাকে কালের চাকা। ছুটতে থাকে রথ। এই রথ কি এবং কেন? থাকছে এই ভিডিওতে।

Skip to content