বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

অবশেষে তীব্র গরমের হাত থেকে মুক্তি পাবে দক্ষিণবঙ্গ। এমনই সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী সোমবার থেকে রাজ্যের কোথাও তাপপ্রবাহের সতর্কতা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। যদিও দক্ষিণবঙ্গের সব জেলাতেই রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। শুক্রবার উত্তরবঙ্গের তিন জেলাতেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এই তিন জেলা হল—উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। তবে আগের থেকে কিছুটা তাপপ্রবাহের তীব্রতা কম থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসের জানানো হয়েছে।
শুক্রবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরের সর্বনিম্ন পারদ থাকতে পারে ৩০ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির মাত্রা ছোঁয়নি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৯.৫ ডিগ্রি।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৬: যন্ত্রণাদগ্ধ জ্যোতিরিন্দ্রনাথ রাঁচিতে পেয়েছিলেন সান্ত্বনার প্রলেপ

রাতে খাওয়াদাওয়ার পর মিষ্টি খান? কোন কোন অভ্যাস নিজের অজান্তে ক্ষতি করছে জানেন?

সোমবার থেকে কী ভাবে তাপপ্রবাহ বন্ধ হতে পারে? এ প্রসঙ্গে আবহাওয়া দফতরের ব্যাখ্যা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৩৮: স্বপনদোলা নাচিয়ে আয়

হাজার চেষ্টা করেও বাচ্চাকে খাওয়াতে পারছেন না? রইল পাঁচটি পরামর্শ

আবহাওয়া দফতর জানিয়েছে— হাওড়া, হুগলি ছাড়াও পশ্চিমের জেলাগুলিতে ঝোড় হাওয়া বইতে পারে। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। শুক্রবার থেকেই পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।

Skip to content