![](https://samayupdates.in/wp-content/uploads/2022/04/exam-22.jpg)
ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
কোভিডে আক্রান্ত হওয়ার জন্য বিএসসি ইলেকট্রনিক্স বিভাগের চতুর্থ সেমেস্টারের পরীক্ষা দিতে পারেনি এক ছাত্র। পরীক্ষার বিষয় ছিল ‘সিগন্যালস অ্যান্ড সিস্টেমস’। পর ওই ছাত্র সুস্থ হলে তার পরীক্ষার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয়। কিন্তু মজার বিষয় হল, প্রশ্নপত্রের বদলে তাঁকে ভুলবশত উত্তরপত্র দেওয়া হয়৷ ওই ছাত্রও লেখা শেষ করে উত্তরপত্র জমা দিয়ে দেন! আজব এই ঘটনাটি ঘটেছে কেরল বিশ্ববিদ্যালয়ে। বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায়। জানা গিয়েছে, প্রশ্নপত্রের বদলে ভুলবশত উত্তরপত্র ছাপিয়ে ফেলে অফিস অব দ্য কন্ট্রোলার অব এগজামিনেশন। এদিকে ঘটনাটি প্রকাশ্যে আশার পর পরীক্ষার দিন যে পরীক্ষক দ্বায়িত্বে ছিলেন তাঁর এবং ওই ছাত্রের ভূমিকা-সহ পুরো ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরীক্ষাও বাতিল করেছেন। আগামী ৩ মে আবার পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে৷