ছবি: প্রতীকী।
এখন হৃদরোগ, ডায়াবিটিস, হাইপারটেনশনের সমস্যা বাড়িতে বাড়িতে। এই সব সমস্যা নিয়েই এখনকার দিনে সচেতনতার প্রচার অনেক বেশি। এর সঙ্গে রয়েছে স্থূলত্বের মতো সমস্যাও। মুশকিল হল বড় বড় অসুস্থা নিয়ে চর্চা করতে গিয়ে একদম পিছনের সারিতে চলে যাচ্ছে স্লিপ অ্যাপনিয়া। অনেকে হয় তো জানেন না, ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের হাওয়ার অনেক কারণের মধ্যে একটি স্লিপ অ্যাপনিয়া। এতদিন স্লিপ অ্যাপনিয়া নিরাময়ে তেমন কোনও কার্যকরী চিকিৎসাও ছিল না। তবে এই প্রথম বার বিজ্ঞানীরা স্লিপ অ্যাপনিয়ার কষ্ট কমানোর ওষুধ তৈরি করছেন।
আমেরিকার বোথওয়েল রিজিওনাল হেলথ সেন্টারের ডিরেক্টর চিকিৎসক ডেভিড খুলম্যান ও তাঁর টিম স্লিপ অ্যাপনিয়ার ওষুধ তৈরি করছেন। ওষুধটির নামকরণ করা হয়েছে এডি-১০৯। তবে এখনও ‘এডি-১০৯’ ওষুধ সেটির পরীক্ষা-নিরীক্ষা স্তরে রয়েছে। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই মানুষের শরীরেও পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে এই ওষুধের।
আরও পড়ুন:
দুই বাংলার উপন্যাস: বসুন্ধরা এবং..., ৩য় খণ্ড, পর্ব-১৯: অনিরুদ্ধকে নয়, রঘুকেই বিয়ে করতে চায় তনিমা
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫১: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—পশুর, ধুধুল ও হাবল
এ প্রসঙ্গে আমেরিকার বোথওয়েল রিজিওনাল হেলথ সেন্টারের ডিরেক্টর চিকিৎসক ডেভিড খুলম্যান জানিয়েছেন, এতদিন পর্যন্ত স্লিপ অ্যাপনিয়ার সমস্যায় এক ধরনের যন্ত্রের সাহায্যে পাইপ দিয়ে শরীরে অক্সিজেন ঢোকানো হত। এই পদ্ধতি জটিল তো বটেই, বেশ ব্যয়সাপেক্ষও। তবে এই খাওয়ার ওষুধ যদি কার্যকরী হয় তাহলে বহু মানুষের উপকার হবে। সেক্ষেত্রে অনেক সহজ হয়ে যাবে স্লিপ অ্যাপনিয়ার চিকিৎসাও।
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯০: সাহেবের বেশ না-পরে ফিরেছিলেন সাহেবের দেশ থেকে
বিজ্ঞানীদের কথায়, স্লিপ অ্যাপনিয়া আসলে শ্বাস-প্রশ্বাসের এক রকম শারীরিক সমস্যা। কারও কারও ঘুমের মধ্যেই দমবন্ধ হয়ে আসে। আবার কখনও কখনও শ্বাসের গতি অনিয়মিত হয়। শ্বাস নিতে এবং শ্বাস ছাড়তে সমস্যা দেখা যায়। আবার কখনও আচমকা দমবন্ধ হয়ে মৃত্যুও হতে পারে। এমনিতে ঘুমিয়ে পড়ার পর ঘাড় ও গলার পেশি শিথিল হয়ে যায়। ফলে কারও যদি আচমকা শ্বাসপ্রশ্বাসের প্রক্রিয়া বাধা পেয়ে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায়, সেক্ষেত্রে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়।
আরও পড়ুন:
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৫: অরু দত্ত— এক অভিশপ্ত গান্ধর্বী
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৩: এক্সপায়ারি ডেটের ওষুধ খাবেন?
স্লিপ অ্যাপনিয়ার প্রতিকার এবং তার উৎসের সন্ধানে বিশ্বজুড়েই গবেষণা চলছে। এতদিন স্লিপ অ্যাপনিয়ার অসুখের তেমন কোনও কার্যকারী ওষুধ ছিল না। এই প্রথম বার ওষুধ তৈরি করে তার পরীক্ষা করছেন আমেরিকার বোথওয়েল রিজিওনাল হেলথ সেন্টারের ডিরেক্টর চিকিৎসক ডেভিড খুলম্যান ও তাঁর টিম।