রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

দক্ষিণবঙ্গে চড়া রোদ। স্বস্তিকর আবহাওয়া। উলটোদিকে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেটি সক্রিয়ই রয়েছে। এর প্রভাবেই আগামী কয়েক দিন উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের ওই পাঁচটি জেলা হল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এমনকি নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। এমন পরিস্থিতিতে হাওয়া দফতর ভূমিধস নিয়েও সতর্ক করেছে। যদিও উত্তরবঙ্গের আরও তিনটি জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: হ্যালো বাবু!, পর্ব-৩০: তাহলে ট্রেন টিকিটের সেই এম-২৫ কে?

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৯: ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—ওড়া, কেওড়া, চাক কেওড়া ও কৃপাল

এদিকে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। যদিও কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। আবার বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকারয় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকছে। ফলে তীব্র গরমে ঘামে নাকাল হতে হবে সাধারণ মানুষজনকে। তবে হাওয়া দফতর এও জানিয়েছে, আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় জেলায় স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। এর ফলে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী শনিবার সপ্তম তথা শেষ দফায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’

মহাকাব্যের কথকতা, পর্ব-৬৩: মহাভারতে উল্লিখিত মিথ্যাশ্রয়ের প্রাসঙ্গিকতা কী আজও আছে?

বুধবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার এবং রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি হতে পারে। ওই দু’দিনই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলিতে। দু’দিনই পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৯: বাইনাচ-গানেরও কদর ছিল ঠাকুরবাড়িতে

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৩: তরু দত্ত— এক আনন্দ বিষাদের তরুলতা

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৩.৩ ডিগ্রি। আর সর্বনিম্ন পারদ ছিল ৩০.২ ডিগ্রি। হাওয়ায় সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ। বৃহস্পতিবার তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। সঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Skip to content