ছবি: প্রতীকী। সংগৃহীত।
উত্তরবঙ্গের একাধিক জেলায় শুক্রবার পর্যন্ত টানা বর্ষণ চলবে। আলিপুর আবহাওয়া দফতর এমনটাই জানিয়েছে। আগামী কয়েক দিন পাহাড়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হালকা থেকে মাঝারি পরিমাণ হবে। তবে দক্ষিণবঙ্গও ভিজতে পারে। তবে শুক্রবার অবধি নয়, দক্ষিণবঙ্গে আপাতত দু’দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সব ক’টি জেলায় নয়, কয়েটি জেলায় বৃষ্টি হতে পারে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৫.৭ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি। আবার তাপমাত্রা রবিবারের থেকেও কিছুটা বৃদ্ধি পেয়েছে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৩.৬ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম।
হাওয়া দফতর জানিয়েছে, আজ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। সোমবার এবং মঙ্গলবার ভিজতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। তবে আগামী বুধবার থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় আবহাওয়া শুকনো থাকবে।
হাওয়া দফতর জানিয়েছে, আজ সোমবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। সোমবার এবং মঙ্গলবার ভিজতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। তবে আগামী বুধবার থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় আবহাওয়া শুকনো থাকবে।
আরও পড়ুন:
অন্য লড়াই: এই স্বাধীনতার জন্য আমরা লড়াই করিনি
চোখ বাঁচিয়ে রং খেলুন
মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি চলবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে হাওয়া দফতর জানিয়েছে। মঙ্গলবার কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে। তবে বুধবারও নদিয়া এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:
পর্দার আড়ালে, পর্ব-৫০: অর্ধশতাব্দী ছুঁলো ‘অমানুষ’
ত্বকের ক্ষতি না করে সাবধানে রং খেলার ১০টি জরুরি পরামর্শ
হাওয়া দফতর আরও জানিয়েছে, এই মুহূর্তে অক্ষরেখার অবস্থানের জন্য বাংলায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে। তাই রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবার এই বৃষ্টির জেরেই বাংলায় তাপমাত্রার পারদও ঊর্ধ্বমুখী হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’তিন দিনে বাংলার তাপমাত্রার পারদ আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।