শনিবার ৯ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। কোনও কোনও এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল, ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখার জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা রয়েছে। উত্তাল হয়েছে সমুদ্রও।
কলকাতায় রবিবার সারা দিন কমবেশি বৃষ্টি হয়েছে। একাধিক রাস্তা জলমগ্ন হয়ে পড়েছিল। সোমবারও পরিস্থিতি একই রকম থাকতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা ছাড়াও হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন:

দুই বাংলার উপন্যাস: বসুন্ধরা এবং..., পর্ব-৩০: তরুণকান্তি বসুন্ধরা ভিলা ও মায়ের কথা ভেবে সুজাতাকে বিয়ে করতে রাজি হন

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৬২: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা— সুখদর্শন ও হুড়ো

মঙ্গলবার থেকে কলকাতা-সহ কয়েকটি জেলায় বৃষ্টি কমবে। যদিও মঙ্গলবারও উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিমের বাকি জেলাগুলিতে সতর্কতা রয়েছে। বুধবার পর্যন্ত ওই সব জায়গায় ভারী বৃষ্টি চলতে পারে। তবে মঙ্গলবার থেকে কলকাতায় আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা নেই।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-৩৪: সরলাদেবী—নির্ভীক এক সরস্বতী

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৫৪: স্বার্থান্বেষীকেও চিনতে শেখায় এই গ্রন্থ

সোমবার উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৭: কী করে গল্প লিখতে হয়, ছোটদের শিখিয়েছিলেন অবনীন্দ্রনাথ

পঞ্চমে মেলোডি, পর্ব-৭০: জন্মান্তরের সুরসাধক আরডি বর্মন

হাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা রাজস্থান থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকায় রয়েছে নিম্নচাপ অঞ্চল। এদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। তাই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৮: জোসেফ কনরাড ও জেসি কনরাড—আমি রূপে তোমায় ভোলাব না…/৩

উত্তম কথাচিত্র, পর্ব-৫৯: হারিয়ে যাওয়ার ‘জীবন তৃষ্ণা’

আবহাওয়া দফতর মঙ্গলবার পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে বলে জানিয়েছে। এখন সমুদ্রের উপর ঘণ্টায় প্রায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। মঙ্গলবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর পার্শ্ববর্তী এলাকায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে।

Skip to content