
ছবি: সংগৃহীত।
চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ২২ ফেব্রুয়ারি। মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা শেষের প্রায় ৭০ দিনের মাথায় ফল ঘোষণা হতে চলেছে। মে মাসের শুরুতেই ফলাফল ঘোষিত হবে।
আগামী ২ মে শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। এদিন সকাল ৯টা নাগাদ পর্ষদ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে পর্ষদের ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে। পাশাপাশি পরীক্ষার্থীরা নির্দিষ্ট কিছু মোবাইল অ্যাপের মাধ্যমেও ফলাফল জেনে নিতে পারবে। এর পর সকাল ১০টা থেকে পর্ষদের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র দেবে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১১০: বনবাসী রামের নিরাসক্ত ভাবমূর্তির অন্তরালে, ভাবি রামরাজ্যের স্রষ্টা দক্ষ প্রশাসক রাম

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯৪: ‘মহেশ্বরের অনন্ত ধৈর্য’
এ বছর মাধ্যমিক পরীক্ষার জন্য ৯,৮৪,৮৯৪ জন নাম নথিভূক্ত করেছিল । এই সংখ্যাটি গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। মোট ২,৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় ৪২৩ জন ‘কাস্টডিয়ান’ ছিলেন।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৭: পাতি সরালি

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১১২: অপারেশন অপহরণ
প্রথম দিন ছিল প্রথম ভাষার পরীক্ষা। পরীক্ষা চলে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত। কড়া নজরদারিতে পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষা হলে ইলেক্ট্রনিক গ্যাজেট বা মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। গত বছর মাধ্যমিক পরীক্ষায় এই কারণে ১৪৫ জনের পরীক্ষা বাতিল হয়েছিল।