শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

সূর্যের আলো থেকে চোখকে বাঁচাতে হলে আপনাকে পরতেই হবে রোদচশমা বা সানগ্লাস। এই সানগ্লাস যে শুধু রোদের আলোই গার্ড করে তা নয়, সানগ্লাস পরলে বিভিন্ন পোকামাকড় কিংবা প্রচণ্ড হাওয়ার হাত থেকেও রেহাই পাওয়া যায়। এছাড়াও লুক চেঞ্জ করতে সাহায্য করে এই সানগ্লাস। হালফিলের ফ্যাশনের তালিকায় ডিজাইনার পোশাক, ডিজাইনার গয়নার, মেকআপের পাশাপাশি জায়গা করে নিয়েছে সানগ্লাসও। এটা ছাড়া এখনকার সাজ সম্পূর্ণ হয় না। সানগ্লাস চোখে পরলে একটা কনফিডেন্স আসে।
শুধু কি তাই? সানগ্লাস বেশ আরামদায়ক হয়, আর সেই কারণেই এটি ত্বককেও রক্ষা করতে পারে। গোল, চৌকো, যে কোনও আকারের সানগ্লাসই চেহারায় নতুন লুক আনতে সাহায্য করে। কিন্তু আপনার সঙ্গে কোন সানগ্লাসটি মানানসই সেটা আপনাকেই দেখে নিতে হবে। বর্তমানে ফ্যাশনের দুনিয়ায় সানগ্লাস পড়ে সম্পূর্ণ করুন আপনার নতুন সাজ। তাই এবার দেখে নিন কোন পোশাকের সঙ্গে ঠিক কী ধরনের সানগ্লাস পরলে আপনি পাবেন একেবারে অন্যরকম একটা লুক।
 

কোন লুকে কেমন সানগ্লাস মানাবে?

 

স্পোর্টি সানগ্লাস ভালো মানাবে

এসময় চুটিয়ে ব্যবহার করুন স্পোর্টি সানগ্লাস। ইদানীং বাজারে নানা রঙের স্পোর্টি সানগ্লাস পাওয়া যাচ্ছে। যেকোনও ডিজাইনার পোশাকের সঙ্গে এই ধরনের সানগ্লাস ভালো মানাবে। হাঁটু পর্যন্ত যে সব ফ্রকগুলো আছে, তার সঙ্গে এই ধরনের রঙিন স্পোর্টি সানগ্লাস পরলে আপনার চেহারায় একটা নতুন লুক এনে দেবে।

আরও পড়ুন:

এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব ১০: পূর্ণ রাজ্যে প্রথম কংগ্রেস মন্ত্রিসভা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৮: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা: কাঁকড়া, গরান ও গেঁওয়া

 

উজ্জ্বল পোশাকের সঙ্গে বেষ্ট কুল বিচপার্টি সানগ্লাস

আপনি যদি সমুদ্রের ধারে যাওয়ার কথা ভাবেন, তাহলে জমকালো উজ্জ্বল পোশাকের সঙ্গে একটি আপনার পছন্দমতো কুল বিচ পার্টি সানগ্লাস নিতে ভুলবেন না। চৌকো ফ্রেমের রঙিন এই সানগ্লাসটি দেখতে সত্যিই খুব ভালো। বিচে এই ধরনের কুল বিচ পার্টি সানগ্লাসের ডার্ক মিরর শেড বেশ ভালো চলে। তাই সমুদ্রের ধারে গেলে সুন্দর পোশাকের সঙ্গে নিন এই ধরনের সুন্দর সানগ্লাস। তবেই আপনি সকলের মাঝে থেকেও নজর কাড়বেন।
 

বেছে নিতে পারেন ওয়েফার্স স্টাইলের সানগ্লাস

পাহাড়ে বেড়াতে গেলে সানগ্লাস পরতেই হবে। পাহাড়ে যে সূর্যের আলো চোখে পড়ে তা থেকে বাঁচতেই সানগ্লাসের প্রয়োজন পড়ে। তবে অনেকেই বুঝতে পারেন না যে তিনি ঠিক কোন ধরনের সানগ্লাস পরবেন। এ নিয়ে চিন্তার কোনও কারণ নেই। পাহাড়ে বেড়াতে গেলে আপনি ম্যাট ব্ল্যাক শেডের ওয়েফার্স স্টাইলের সানগ্লাস অনায়াসেই ব্যবহার করতে পারেন। এছাড়াও, ক্যাজুয়াল আউটফিটের সঙ্গেও কুল ওয়েফার্স বেশ ভালো মানাবে।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৮: ছবি আঁকতে আঁকতে অবনীন্দ্রনাথ টান দিতেন গড়গড়ায়, চিবোতেন পান

মহাকাব্যের কথকতা, পর্ব-৬২: ক্রৌঞ্চবধের বিষাদ কী ছেয়ে আছে রামায়ণের প্রেক্ষাপট?

 

লুক বদলে নেরডি ফ্রেমের সানগ্লাস বেশ ভালো

বাজারে নেরডি ফ্রেমের সানগ্লাসের প্রচুর চাহিদা রয়েছে। সকালের ক্যাজুয়াল লুক কিংবা ব্রাঞ্চ পোশাকের সঙ্গে এই নেরডি ফ্রেমের সানগ্লাস ভালো মানাবে। বড় ফ্রেমের এই সানগ্লাসগুলি পরলে বেশ ড্যাসিং লাগে। তাছাড়া বর্তমানে নেরডি ফ্রেমের সানগ্লাস আপনার চেহারায় যে লুক এনে দেয়, সেটাও বেশ ট্রেন্ডি।
 

পাইলট সানগ্লাস ট্রেন্ডি

সূর্যের আলো থেকে বাঁচতে ব্যবহার করতে পারেন পাইলট সানগ্লাস। বাজারে বিরাট ফ্রেমের এই সানগ্লাসের চাহিদা প্রচুর। টমি হিলফিগার কোম্পানি এই ধরনের সানগ্লাস প্রথম তৈরি করে। তবে পাইলট সানগ্লাস কেনার অবশ্যই দেখে নিন আপনাকে এই সানগ্লাসে মানাচ্ছে কি না।

আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪৫: কথার কথা মা নয়—সত্য জননী

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২২: সরলাদেবী, এক পণ্ডিত মানুষ

 

নিত্যদিনের জন্য ক্লাসিক অ্যাভিয়েটর

রোজকার পরার জন্য ক্লাসিক অ্যাভিয়েটর সানগ্লাস বেছে নিতে পারেন। এই ধরনের সানগ্লাসগুলো অনেকটাই বড় ফ্রেমের হয়ে থাকে। ক্লাসিক অ্যাভিয়েটর সানগ্লাস সাধারণত গাঢ় রঙের কাচের হয়। তবে বাজারে খোঁজ করলে হালকা রঙের অ্যাভিয়েটরও আপনি পেয়ে যাবেন।
 

মহিলা ও পুরুষ উভয়ের জন্য রেট্রো গোল সানগ্লাস

রেট্রো গোল সানগ্লাসের ফ্রেম হয় সাবেকি। বাজারে এই ধরনের সানগ্লাসের ভালোই চাহিদা রয়েছে। মহিলা ও পুরুষ উভয়ই এই ধরনের সানগ্লাস ব্যবহার করতে পারেন।


Skip to content