চিনি খাওয়ার সময় কী কী মাথায় রাখতে হবে?
চিনি খেলেও কি নেশা হয়?
● অনেকেই মনে করেন, মিষ্টি খেতে খেতে এক প্রকারের নেশা তৈরি হয়। তবে গবেষকদের মতে, চিনির একার জন্য এটি হয় না। মিষ্টিজাত খাবারের স্বাদ, গন্ধ, রং বাড়িয়ে তুলতে খাবারে যে সব রাসায়নিক ব্যবহার করা হয়, তা থেকে আমাদের মধ্যে আসক্তি তৈরি হয়। পুষ্টিবিদদের মতে, স্বাস্থ্য সচেতন যে সব মানুষ ‘সুগার ফ্রি’ নরম পানীয় খেয়ে অভ্যস্ত হয়ে থাকেন, তাঁদের আর কিছুতেই সাধারণ নরম পানীয় খেতে ভালো লাগে না।