রবিবার ৬ অক্টোবর, ২০২৪


ছবি: প্রতীকী।

কাজের চাপে পার্লারে যাওয়ার সময় পাচ্ছেন না? বিভিন্ন ধরনে প্রসাধনী ব্যবহার করেও মিলছে ফল? তাহলে ঘারোয়া উপায় ত্বকের সমস্যার সমাধান করতে পারেন কাঁচা দুধকে ব্যবহার করে।
 

ত্বকের জেল্লা বাড়াতে কাঁচা দুধের উপকারিতা

শুষ্ক ত্বকের জন্য কাঁচা দুধ খুবই উপকারী। কাঁচা দুধ প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে এবং ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা ধরে রাখে।
অনেকেরই হয়তো জানা নেই ত্বকে সংক্রমণের ঝুঁকি কমায় দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড। বিশেষজ্ঞদের মতে, ফুসকুড়ি, ব্রণের সমস্যায় ত্বকে কাঁচা দুধ ব্যবহার করতে পারলে খুব ভালো।

আরও পড়ুন:

মুভি রিভিউ: রাজনীতির পটভূমিকায় ‘মহারানি সিজন ১’ টানটান উত্তেজনায় ভরা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৫: সুন্দরবনের প্রকৃত ম্যানগ্রোভ ও ম্যানগ্রোভ-সহযোগীরা

গরমে রোদে পুড়ে ত্বক নিস্তেজ দেখাচ্ছে? তাহলে কাঁচা দুধ তুলোয় ভিজিয়ে ত্বকে লাগিয়ে নিতে পারেন।
দুধে থাকা ভিটামিন-ডি ত্বককে মসৃণ ও টানটান রাখতে সাহায্য করে। তাই বয়েসের ছাপ দূর করতে ব্যবহার করুন কাঁচা দুধ। কারণ, কাঁচা দুধ মাখলে ত্বকে কোলাজেন উৎপাদনের হার বেড়ে নতুন কোষ গঠন হয়।
কাঁচা দুধের আরেকটি গুণ হল, এতে থাকে বিটা হাইড্রক্সি অ্যাসিড ত্বকের মৃতকোষকে দূর করে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৩: ‘সুরের পরশে’ তুমি-ই যে শুকতারা

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-১৯: কামিনী রায়, জনৈক বঙ্গমহিলা

 

কী ভাবে ব্যবহার করবেন কাঁচা দুধ?

 

ত্বকের জেল্লা বাড়াতে

কাঁচা দুধের সঙ্গে মধু, বেসন ও এক অল্প পরিমাণ হলুদ মিশিয়ে তৈরি করুন ফেস প্যাক। ৩০ মিনিট রেখে জল দিয়ে ভালো করে ধুয়ে নিন। ত্বকের জেল্লা ফিরিয়ে আনতে এটি নিয়মিত ব্যবহার করলে ফল মিলবে।
 

ত্বকে বলিরেখা

কাঁচা দুধ ও টক দই দিয়ে তৈরি করে নিন বিশেষ ধরনের ফেসপ্যাক। এটি মুখে ভালো করে লাগিয়ে ৩০ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে নিন।


Skip to content