বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


একদিন ঠাকুর তাঁর ঘরের উত্তরদিকের বারান্দায় দাঁড়িয়ে আছেন দেখে ভাগ্নে হৃদয় কৌতুক করে নহবতের কাছে গিয়ে উচ্চস্বরে সারদাকে বললেন, ‘মামী, তুমি মামাকে বাবা বলে ডাক না’? সারদা কোন সংকোচ না করেই উত্তর দিয়েছিলেন, ‘বাবা কি বলচ হৃদু, পিতা, মাতা, বন্ধুবান্ধব সবই উনি’। সারদা মা এই প্রসঙ্গে বলেছেন যে, একদিন সারদা ঘর ঝাঁট দিচ্ছিলেন আর ঠাকুর তাঁর ঘরের ছোট খাটে বসেছিলেন।

সারদা জিজ্ঞাসা করেছিলেন, ‘আমি তোমার কে’? ঠাকুর বলেছিলেন, ‘তুমি আমার আনন্দময়ী মা’। লীলা প্রসঙ্গে আছে, এইসময় একদিন ঠাকুরের পদসেবা করতে করতে সারদা জানতে চান, তাঁকে ঠাকুরের কি বলে মনে হয়। উত্তরে ঠাকুর নির্দ্বিধায় বলেন, ‘যে মা মন্দিরে আছেন, তিনিই এই শরীরের জন্ম দিয়েছেন এবং এখন নহবতে আছেন। তিনিই এসময় তাঁর পদসেবা করছেন।

Skip to content