রক্তে ক্যালশিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়
● শরীরে ভিটামিন ডি প্রয়োজনের থেকে খুব বেশি থাকলে ক্যালশিয়ামের পরিমাণও বেড়ে যায়। ক্যালশিয়াম অন্যতম ভূমিকা হল হাড় সুস্থ রাখা। কিন্তু ভিটামিন ডি-এর অতিরিক্ত পরিমাণ খেলে রক্তে ক্যালশিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়। একে চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা হয়, হাইপারক্যালশেমিয়া। আমাদের দেহে ৮.৫-১০.৮ মিলিগ্রাম ক্যালশিয়াম থাকলেই যথেষ্ট। এই স্বাভাবিক মাত্রা ছাড়িয়ে গেলে শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করে। বমি, পেটে ব্যথা, অতিরিক্ত ক্লান্তি, দুর্বল লাগা ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে।