ছবি: প্রতীকী।
বুধবার রাজ্যের বেশির ভাগ কলেজে স্নাতকে ভর্তির কেন্দ্রীয় অভিন্ন পোর্টাল চালু হবে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পোর্টালের উদ্বোধন করবেন। মঙ্গলবার রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর এমনটাই জানিয়েছিল। এই পোর্টালের মাধ্যমে ছাত্রছাত্রীরা একসঙ্গে সর্বাধিক ২৫টি কলেজে ভর্তির আবেদন করতে পারবেন।
সূত্রের খবর, পোর্টাল চালুর পর প্রথম চার -পাঁচদিন ছাত্রছাত্রীদের কোনও রেজিস্ট্রেশন হবে না। পড়ুয়াদের আবেদনের বিষয়ে সড়গড় হতে সুযোগ দেওয়া হবে। ভর্তির ফর্ম বিনামূল্যে পূরণ করা যাবে। স্থানীয় ব্লক বা কিয়স্কে (বিএসকে) গিয়েও ভর্তির ফর্ম পূরণ করতে পারবেন।
আরও পড়ুন:
দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৭: মোক্ষদায়িনী— প্রথম মহিলা সম্পাদক
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৩: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—খলসি ও করঞ্জা
উচ্চশিক্ষা দফতর এই পোর্টাল চালু নিয়ে গত শনিবার বিভিন্ন কলেজের অধ্যক্ষ এবং নোডাল অফিসারদের সঙ্গে বৈঠক করে। সূত্রের খবর, ওই বৈঠকে জানানো হয় ছাত্রছাত্রীদের পোর্টাল সম্পর্কে সচেতন করতে হবে। এর জন্য প্রতি কলেজে ‘হেল্প ডেস্ক’ খুলতে হবে। সেই ‘হেল্প ডেস্ক’ থেকেও ছাত্রছাত্রীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এমন ইঙ্গিত দেওয়া হয়, অভিন্ন ভর্তি প্রক্রিয়া থাকলেও কিছু দিন পর কলেজগুলির হাতে অনলাইনে ভর্তির দায়িত্ব দেওয়া হতে পারে। এই বিষয়টি নিয়ে বিতর্কও তৈরি হয়েছে।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯২: মহর্ষিদেব নাতজামাইকে দিয়েছিলেন সোনার কলম
দাঁত তোলার পর আবার দাঁত সেট করছেন? সমস্যা ডেকে আনছেন না তো?
সূত্রের খবর, ছাত্রছাত্রীরা এক কলেজে ভর্তি হয়ে পরবর্তী ক্ষেত্রে আবার অন্য কলেজেও ভর্তি হতে পারবেন। এ ক্ষেত্রে আগের কলেজে যদি ভর্তির ফি বেশি থাকে তাহলে পরের কলেজে ভর্তি হয়ে অতিরিক্ত টাকা ফেরত পাওয়া যাবে। তবে এই টাকা ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরে ফেরত দেওয়া হবে। পাশাপাশি আগের মতোই কলেজে ক্লাস শুরুর দিনে ছাত্রছাত্রীদের সব তথ্য যাচাই করা হবে।