বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

পুত্র শুদ্ধের সঙ্গে চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত।

বাবার পথেই পুত্র। ইদের মরসুমে মুক্তি পাচ্ছে ‘মনোগামী’ (‘দ্য লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামী’)। বাংলাদেশি পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী ছবিটি পরিচালনা করেছেন। ‘মনোগামী’তে মুখ্য চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। তবে বড় চমক হল ‘মনোগামী’ ছবির মাধ্যমে অভিষেক হতে চলেছে চঞ্চলের কিশোর পুত্র শুদ্ধের। ‘মনোগামী’তে শুদ্ধকে দেখা যাবে চঞ্চলের ছেলের চরিত্রেই। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আমিনো হোসেন এবং অভিনেত্রী তথা সঙ্গীতশিল্পী জেফার রহমান।
এই খবরে প্রকাশ্যে আসতেই অভিনেতা চঞ্চলের অনুরাগীদের মধ্যে তুমুল উৎসাহ ছড়িয়েছে পড়েছে। ছেলের অভিষেকে উচ্ছ্বসিত চঞ্চলও। চঞ্চল চৌধুরী এ নিয়ে সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করেছেন। সেই তিনি পোস্টে লিখেছেন, ‘‘শুদ্ধ কেবল আমার পুত্রই নয়, ওর আমার অন্য রকম একটা অনুভূতির নাম। সেই ছোটবেলা থেকেই শুদ্ধকে সঙ্গে নিয়ে আমি গান গাইতাম। বড় সঙ্গীত শিল্পী হবে, এই আশায় নয়, বরং গানকে ভালোবাসুক, এই আশাতেই।’’
আরও পড়ুন:

‘রামায়ণ’ এ প্রথম বার যশের সঙ্গে জুটি বাঁধছেন ছোট পর্দার জনপ্রিয় ‘বহু’?

জল ঠিক মতো খাওয়া হচ্ছে না? শরীর কিন্তু নিজেই জানিয়ে দেবে, কোন ৫ উপসর্গে একদমই অবহেলা নয়?

চঞ্চল এ-ও লেখেছেন, ‘‘শুদ্ধ অনেক গান শোনে। গান শুনতে ও খুব ভালোবাসে। তবে শুধু গানে নয়, ওর অভিনয়েও সমান আগ্রহ রয়েছে।’’ সম্প্রতি বাংলাদেশের সংবাদমাধ্যমকে শুদ্ধ বলেছে, ‘‘বাবার সঙ্গে অনেক বার শুটিংয়ে গিয়েছ। তবে এ বারের অনুভূতি অন্য রকম। বাবার সঙ্গে অভিনয় করার সময় বেশ চাপেই ছিলাম।’’ শুদ্ধর এ-ও জানায়, ‘‘আমাকে সবাই বাবার মাধ্যমেই চেনেন। ‘মনোগামী’ ছবিটি আমার জীবনে স্মরণীয় হয়ে থেকে যাবে।’’

Skip to content