by নিজস্ব সংবাদদাতা | মার্চ ২৫, ২০২৫, ২১:২৪ | এই দেশ এই মাটি, সেরা পাঁচ
শিলচর শহরের একটি পুজো মণ্ডপ। দুর্গাপুজো বাঙালি হিন্দুদের জাতীয় উৎসব হলেও অসমে বহু কালকাল ধরে দুর্গাপুজো বেশ ঘটা করেই হয়। কালিকাপুরাণে কামরূপ বা অসমকে দেবী পুজোর কেন্দ্র স্থল বলে উল্লেখ করা হয়েছে। “অন্যত্র বিরলা দেবী কামরূপে গৃহে গৃহে”। অসমীয়া সাহিত্যের বৈষ্ণব...