by নিজস্ব সংবাদদাতা | এপ্রিল ১৬, ২০২৪, ২২:৫৩ | দশভুজা, সেরা পাঁচ
মানকুমারী বসু। উনিশ শতকের দারুণ সময়। একটি মেয়ে অন্দরমহলে বসে লিখে চলেছেন বিরহের কবিতা। বয়স উনিশ হবে। সদ্য স্বামীহারা মেয়েটির কাছে বৈধব্য পালনের থেকেও বেশি হয়ে উঠেছে বিরহ। কবিতাকে কেন্দ্রে রেখে গড়ে উঠেছিল যে দাম্পত্য, তাকে ভোলা অত সহজ নয়। একটি প্রিয় মানুষ চলে গেল...