মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


শুভমন গিলের শতরান।

ইনদওরে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে শতরান করলেন শুভমন গিল। কিউইদের বিরুদ্ধে ওপেনার শুভমন দ্বিশতরানও করেছিলেন। তাঁর দ্বিশতরান এসেছিল প্রথম ম্যাচেই। এ বার তিনি শতরান করলেন। স্বস্তিতে ভারতও। এক দিনের ক্রিকেটে বিশ্বকাপের আগে ভারতীয় দলের দুই ওপেনারই ফর্মে রয়েছেন।
অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস শুরু করলেও, শুভমনই বেশি আক্রমণাত্মক ছিলেন। তিনি শতরান করেছেন ৭২ বলে। ২৬তম ওভারের শেষ বলে ব্লেয়ার টিকনারকে চার মেরে তিনি শতরান করেন। তাঁর শতরান ১৩টি চার ও পাঁচটি ছয় দিয়ে সাজানো। শুভমন শেষ পর্যন্ত ৭৮ বলে ১১২ রান করলেন। টিকনারের বলেই আউট হন শুভমন। ২৩ বছরের এই ব্যাটারের এক দিনের ক্রিকেটে এটি চতুর্থ শতরান। এক দিনের আন্তর্জাতিক ম্যাচে তাঁর ঝুলিতে পাঁচটি অর্ধশতরানও রয়েছে।
আরও পড়ুন:

শ্বাসকষ্ট এড়াতে ব্রিদিং এক্সারসাইজ করুন

বায়োপিকের জন্য মুম্বইয়ে উড়ে গেলেন সৌরভ, বড় পর্দায় ‘মহারাজ’-এর ভূমিকায় কাকে দেখা যাবে?

ঈশান কিশন তাঁর শেষ এক দিনের ম্যাচে দ্বিশতরান করেছিলেন। তবুও ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটারকে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজে প্রথম একাদশে রাখেননি রোহিতরা। ভারতীয় দলের অধিনায়ক ওপেনার হিসেবে বেছে নিন শুভমনকে। এ নিয়ে সমালোচনাও হয়। ছন্দে থাকা শুভমন প্রমাণ করে দিচ্ছেন, রোহিতের সিদ্ধান্তে ভুল ছিল না।

Skip to content