ট্রফি জিতে দেশের মাটিতে পা রাখলেন মেসিরা। বুয়েনস আইরেসে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। আর্জেন্টিনা দলকে ট্রফি হাতে দেখতে বিমানবন্দরের বাইরে অপেক্ষায় ছিলেন কাতারে কাতারে মানুষ। গোটা দেশ উদ্বেল। মঙ্গলবার ভোররাতে মেসিদের বিমান বুয়েনস আইরেসের ইজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। বিমান থেকে প্রথমে মেসি ও দলের কোচ স্কালোনি বিশ্বকাপ ট্রফি হাতে নামেন। এর পরে দলের বাকি সদস্যরা একে একে নেমে আসেন।
বুয়েনস আইরেসে আর্জেন্টিনার বিমান কখন নামবে সে দিকে সারা দেশের নজর ছিল। স্থানীয় এক সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, অ্যাপের মাধ্যমে প্রায় ১ লক্ষ ৭৬ হাজার মানুষ মেসিদের বিমানের অবতরণের দিকে নজর রেখেছিলেন। ‘বিশ্বচ্যাম্পিয়ন’ লেখা বিশেষ বাস বিমানবন্দরেই রাখা ছিল। তাতে করেই মেসিরা বিমানবন্দরের বাইরে বেরোন। আর্জেন্টিনার ফুটবলাররা বিমানের মধ্যেই উৎসব শুরু করেছিলেন। লাউতারো মার্তিনেসের ড্রাম বাজান। সেই ড্রামের তালে মেসিরা নাচতে থাকেন। এনজো ফের্নান্দেসকে গান গাইতে দেখা যায়।
It's 3:30 am in Argentina. World champions.pic.twitter.com/HXtBKAyCI6
— Roy Nemer (@RoyNemer) December 20, 2022
আরও পড়ুন:
শীতের সময় কেন বিট-গাজর রস খাবেন? দুই সব্জিতে রোগ প্রতিরোধ ক্ষমতা ছাড়া আর কী গুণ রয়েছে জানেন?
ইংলিশ টিংলিশ: জানেন কি ‘night owl’ বা ‘early bird’ কাকে বলে? কিংবা তিনতলাকে কেন ‘second floor’ বলে?
দেশের ফুটবল সংস্থা আগে থেকেই ঠিক করে রেখেছিল আর্জেন্টিনায় পৌঁছে মেসিরা কী ভাবে উৎসব করবেন। আর্জেন্টিনার ফুটবল সংস্থা এ নিয়ে টুইটও করে। সেই টুইটে তারা জানিয়েছে, “মঙ্গলবার বিশ্বকাপজয়ী ফুটবল দল বুয়েনস আইরেসের ওবেলিস্কে গিয়ে উৎসব করবে। সেখানে সমর্থকরাও উপস্থিত থাকবেন।”
Argentina, the World Cup champions are home! ??pic.twitter.com/IGzUV4hBHE
— Roy Nemer (@RoyNemer) December 20, 2022
ফল কালারের রূপ-মাধুরী, পর্ব-৬: গাড়ির সান রুফ খুলে চালিয়ে দিলাম ‘সুহানা সফর হ্যায় ইয়ে মৌসম হাসি, হামে ডর হ্যায় কে…’
গৃহিণীদের মধ্যে বইয়ের নেশা বাড়াতে কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ান রাধা, ‘চলমান পাঠাগার’ তাঁর পরিচয়!
তবে বিমানের মধ্যেই উৎসব শুরু করেছিলেম আর্জেন্টিনার ফুটবলাররা। লাউতারো মার্তিনেসের ড্রাম বাজানোর তালে নাচেন মেসিরা। পাশাপাশি গান গাইতে দেখা যায় এনজো ফের্নান্দেসকে। তার ছবি বেরিয়েছে সমাজমাধ্যমে। আরও একটি ছবিতে দেখা গিয়েছে, গায়ে আর্জেন্টিনার পতাকা নিয়ে, আকাশি রোদচশমা পরে, গলায় বিশ্বকাপের পদক ঝুলিয়ে বসে রয়েছেন মেসিরা।