শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


হরমনপ্রীত কৌর (অধিনায়ক) ও স্মৃতি মন্ধনা (সহ-অধিনায়ক)

মিতালি রাজ ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড দেশের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে হরমনপ্রীত কৌরের নাম ঘোষণা করেছে। স্মৃতি মন্ধনাকে সহ-অধিনায়ক করা হয়েছে। বিশ্বকাপের পরে এই প্রথম দল মাঠে নামছে। ভারতীয় দল শ্রীলঙ্কায় এক দিনের ম্যাচ এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ম্যাচগুলি হবে ডাম্বুলা ও ক্যান্ডিতে। শ্রীলঙ্কা সফরে এক দিনের দলে রয়েছেন: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধনা (সহ-অধিনায়ক), যস্টিকা ভাটিয়া, শেফালি বর্মা, দীপ্তি শর্মা, এস মেঘনা, রাজেশ্বরী গায়কোয়াড়, সিমরন বাহাদুর, পুনম যাদব, রিচা ঘোষ (উইকটরক্ষক), মেঘনা সিংহ, হরলীন দেওয়ল, রেণুকা সিংহ, পূজা বস্ত্রকার এবং তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক)।

Skip to content