রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


রণবীর-দীপিকা

প্রেমে তো পড়েছেন নিশ্চই? এ যেন এক অদ্ভুত ভালোলাগা! আবার প্রেম করলে তার সঙ্গে ফাউ ফুচকার মতো দুঃখও ফ্রি। গানের কথাতেই আছে’ যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনাদেনা’—ঠিক এমনই এক অস্থিরতার সঙ্গে হয়তো আমরা ভালোবাসার মানুষকে খুঁজে বেড়াই। কিন্তু প্রেমে পড়লেও জ্বালা, জীবনে যদি প্রেমই না করি তবেও যে মন ভরে না। ঠিক যেমন ‘দিল্লিকা লাড্ডু’ খেলেও আফসোস, না খেলেও আফসোস। প্রেমে পড়ার যে কোনও সঠিক বয়স হয় না —সে বিষয়ে তো কোনও সন্দেহই নেই। কিশোরকুমারের গানের মতো’ প্রেম বড় মধুর কভু কাছে কভু সুদূর, কখনও জীবনে ফুল ফোঁটায় কাঁদিয়ে যায় সে দূর’৷ অনেকটা কিন্তু এরকমই হয়ে থাকে প্রেম জীবনের বিভিন্ন পর্যায়ে এসে। প্রেম ভালোবাসার সংজ্ঞা জীবনের বিভিন্ন পর্যায়ে অনেক রকমের হয়। মনোবিদ রবার্ট স্টেনবার্গ ভালোবাসাকে তিনটি পর্যায়ে ভাগ করেছেন—আবেগ (যৌন অথবা রোমান্টিক আকর্ষণ), অন্তরঙ্গতা (গভীর অনুভূতি) এবং সহানুভূতি (শুধু সম্পর্ককে রক্ষা করাই নয়, তাকে সসম্মানে এগিয়ে নিয়ে যাওয়া)। এই তিনটিকে একসঙ্গে ভাগ করলে আমরা সাত রকমের ভালোবাসার উদাহরণ পাবো। আপনার ভালোবাসার মানুষটির সঙ্গে আপনার সম্পর্ক কেমন বা আপনার ভালোবাসার ধরন কেমন তা দেখে নিন এই সাত রকমের ভালোবাসার বর্ণনায়।
মোহ
তাৎক্ষণিকভাবে কাউকে ভালো লাগলে সেটা হয় মোহ। মোহ হয় তীব্র কিন্তু এর স্থায়িত্ব হয় ক্ষণিকের। আপনি একজন মানুষকে রোজ দেখছেন, বেশ ভালোও লাগছে আপনার। তাঁর সঙ্গে সময় কাটাতে চাইছেন। তবে কিন্তু এটা শুধুই মোহ। যখন আপনার এই মোহ কেটে যাবে তখন আপনার ভালোলাগাও দূরে চলে যাবে। এখানে শুধুই আবেগ কাজ করে। আবেগ ছাড়া আর কিছুই থাকে না। মোহ আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। মোহের কারণে মানুষ কারও প্রতি অযৌক্তিক কিংবা পাগলের মতো আচরণ করে। কিছু পাওয়ার আশা নিয়ে মোহ জন্মায়, তাই মোহ ছোট জিনিসকেও বড় করে তোলে, শত্রুতা তৈরি করে, স্বার্থপর বানায়।
ভালোলাগা
এমন মানুষ যার সঙ্গে আপনি সব কথা শেয়ার করতে চান। প্রতিটি মুহূর্ত একসঙ্গে কাটাতে চান। তাকে আপনার শুধুই ভালো লাগে। এই অনুভূতিকে কখনওই ভালোবাসা বলে ভেবে বসবেন না। তিনি আপনার খুব ভালো বন্ধু হতে পারেন, কিন্তু কাছের মানুষ নন। যেমন ধরুন আপনি গোলাপ ফুল ভালোবাসেন তাকে দেখেই আপনি ছিঁড়ে নিলেন। তার মানে কিন্তু গোলাপের প্রতি আপনার ভালোলাগা আছে, ভালোবাসা নেই। ভালোবাসা থাকলে আপনি তাকে আঘাত করতে পারতেন না। ভালোলাগা হয় চোখের দেখায়। এখন তো ভার্চুয়াল প্রেমের জগতে ভালোলাগাটাই বেশি। এই যেমন কারও স্ট্যাটাস দেখে বা কারও লেখা মন ছুঁয়ে যায়। তাই তখন মনে হয় আপনি যেন তাকে ভালোবেসে ফেলেছেন। আসলে সেই লেখা শুধুই আপনার মন ছুঁয়েছে, ভালো লেগেছে সেই মানুষটির একটি দিক, তা বলে এটা কিন্তু ভালোবাসা নয়।
প্রতিশ্রুতি
ভালোবাসার মূল ভিত্তি গড়ে ওঠে ভালোবাসার মানুষের প্রতিশ্রুতির মাধ্যমে। সম্পর্ক এগিয়ে যায় প্রতিশ্রুতি নিয়ে। অনেক সময় দেখতে পাওয়া গেছে আপনি হয়তো কাউকে প্রতিশ্রুতি দিয়ে বসে আছেন। কিন্তু সেই মানুষটির প্রতি কোনও রকম আকর্ষণ অনুভবই করছেন না। কিন্তু তাঁকে ছেড়ে দিতেও মন চাইছে না। তখন আপনি খালি প্রেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। অনেক সময় বহু বছর প্রেম করার পরেও অনেকেই বিয়ে করেন কেবলমাত্র একে ওপরের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন বলে। কিন্তু যেখানে ভালোবাসা থাকে না সেখানে প্রতিশ্রুতিও আস্তে আস্তে মূল্যহীন হয়ে যায়।
রোম্যান্টিক প্রেম
এমন কোন মানুষ যিনি হয়তো আপনার ভাগ্যে নেই কিন্তু তিনিই যেন আপনাকে সবার থেকে বেশি খুশি করেন। এরকম একজন মানুষের সঙ্গে আমাদের ঠিকই আলাপ ঘটে কোনও না কোনও সময় কখনও আমরা বুঝতে পেরে তার সঙ্গে থাকতে চাই বা কখনও আমাদের অজান্তে তার সঙ্গে জড়িয়ে পড়ি। সারাদিনে একবার হলেও এই মানুষটির কণ্ঠস্বর শোনার জন্য ছটফট করি। আবেগ এবং অন্তরঙ্গতা যখন কোনও ভালোবাসার মধ্যে থাকে তখন তাকে বলে রোম্যান্টিক প্রেম। যেই মানুষটিকে হয়তো আপনি কোনও প্রতিশ্রুতি দেননি কিন্তু তা সত্ত্বেও একটি মধুর সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন আপনি। এই সম্পর্ক সব সময় বেশি দূর না চললেও একটা মধুর অনুভূতি দিয়ে যেতে পারে আপনাকে। এই সম্পর্কে থেকে কোনও কিছু পাওয়ার প্রতিশ্রুতি না থাকলেও দিনের শেষে এই সম্পর্কটি যেন আপনাকে অনেক আনন্দ দেয়, মনকে খুশি করে।
অর্থহীন প্রেম
দূর থেকে দেখার পর অনেক মানুষকেই বেশ ভালো লাগে আমাদের। আমরা সেই মানুষটির পছন্দকে নিজের পছন্দ হিসেবে মেনে নিতে থাকি। হয়তো অনেক সময় সেই ভালোলাগা বিয়ে পর্যন্ত গড়িয়ে যেতে পারে। কিন্তু তারপর সমস্ত ভালোলাগার অবসান ঘটে যায়। কারণ মানুষকে কাছ থেকে না দেখে দূর থেকে দেখেই তাকে আমরা বিচার করতে থাকি। এর ফলে ভবিষ্যতে অনেক সময় সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের। তখন প্রেম ভালোবাসা মিথ্যে অভিনয় ছাড়া আর কিছু নয়। প্রেম ভালোবাসা অর্থহীন হয়ে যায়।
ঘনিষ্ঠ প্রেম
যখন অন্তরঙ্গতা এবং প্রতিশ্রুতি দুটোই সম্পর্কের মধ্যে থাকে তখন তাকে ঘনিষ্ঠ প্রেম বলা হয়ে থাকে। এই প্রেম সাধারণত কোনও বন্ধুর প্রতি অথবা যে কোনও মানুষের প্রতি হয়ে থাকে। যাকে আপনি অনেক দিন ধরেই চেনেন, কিন্তু তার সঙ্গে সময় কাটাতে কাটাতে কখন এতটা ঘনিষ্ঠ হয়ে গেছেন সেটাও বুঝতে পারেননি। সেইক্ষেত্রে প্রেম টেঁকার সম্ভাবনা থাকে অনেক বেশি।
অনবদ্য প্রেম
অন্তরঙ্গতা, আবেগ এবং প্রতিশ্রুতি —এই তিনটি উপাদান যখন ভালোবাসার মধ্যে মিলেমিশে যায় তখন একটা অনবদ্য প্রেম তৈরি হয়। এই প্রেমের ক্ষেত্রে অন্তরঙ্গতা যে রকম থাকে ঠিক সেই রকমই থাকে একে ওপরের প্রতি বিশ্বাস, ভরসা। এইরকম প্রেমিক যুগলের মধ্যে দেওয়াল তোলার ক্ষমতা কারও থাকে না। এই প্রেমই হয় সত্যিকারের প্রেম। হাজার অশান্তি ঝামেলার মধ্যেও এই প্রেম হার মানে না কখনও।

Skip to content