শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


ছবি প্রতীকী

ইদানিং বারবার মার্কিন বিমানচালকদের চোখে পড়েছে রাতের আকাশে অজানা রহস্যময় বস্তুর আনাগোনা। তাঁদের সেই অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে এবার ইউএফও বা অজানা উড়ন্ত বস্তুর রহস্যভেদ করতে বিশেষ নজর দিল নাসা। ১৬ সদস্যের একটি বিশেষ টিম তৈরি করা হয়েছে। বিভিন্ন বিভাগের গবেষকদের নিয়ে তৈরি সেই টিম খতিয়ে দেখবে বিমানচালকদের দাবি ও পর্যবেক্ষণের সত্যতা। হয়তো এতদিনকার রহস্য উন্মোচিত হবে এ ভাবেই।
টুইট করে নাসা জানিয়েছে, ”যাঁরা স্বচক্ষে ইউএফও দেখেছেন তাঁদের নিয়ে ১৬ সদস্যের একটা টিম তৈরি করা হয়েছে। আকাশে উড়ন্ত অজানা বস্তু আসলে কী, তার রহস্য ভেদে পৃথকভাবে কাজ করবে এই টিম। কমিটি ন’মাসের জন্য কাজ শুরু হবে। আশা করা হচ্ছে, সেই অজ্ঞাত বস্তুগুলিকে চিহ্নিত করা সম্ভব হবে।”
আরও পড়ুন:

পৃথিবী ও ‘থিয়া’র সংঘর্ষে কয়েক ঘণ্টার মধ্যেই চাঁদের জন্ম হয়েছিল? চাঞ্চল্যকর দাবি বিজ্ঞানীদের

অকালেই চুল পেকে যাচ্ছে? সমস্যা থেকে মুক্তির উপায় কী?

গত দু’ মাস ধরেই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আকাশপথে এমন ইউএফও গবেষকদের রাডারে দৃশ্যমান হচ্ছে। বিশেষত সাউথওয়েস্ট ও হাওয়াইয়ান এয়ারলাইন্সের একাধিক বিমান তার সাক্ষী। একই দাবি জানাচ্ছেন একাধিক পাইলট। যাত্রীবাহী বিমানের চালক ছাড়াও রহস্যের ইঙ্গিত পেয়েছেন মার্কিন সেনাবাহিনীর বিমান চালকরাও। মার্কিন নৌবাহিনীর তরফে ডেপুটি ডিরেক্টর স্কট ব্রে বলছেন, ২০০০ সালের পর থেকে সেনাবাহিনীর প্রশিক্ষণের জন্য যেসব জায়গা, সেই অঞ্চলেই বেশি এ ধরনের অজানা উড়ন্ত বস্তু দেখা গিয়েছে। সেই সংখ্যা ক্রমশ বাড়ছে।
আরও পড়ুন:

স্বাস্থ্যকর অথচ সুস্বাদু, খুদের টিফিনে কী দেবেন ভেবেই মাথায় হাত? সন্তানকে টিফিনে এমন খাবার দিতে পারেন

টুইটারের পথে মেটা, আরও ১১ হাজার চাকরি যাচ্ছে ফেসবুকের নিয়ন্ত্রক সংস্থা মেটায়, জুকারবার্গ বললেন ‘আমি দুঃখিত’

ইউএফও বা অজ্ঞাত উড়ন্ত বস্তু নিয়ে যুগ যুগ ধরে মানুষের কৌতূহলের শেষ নেই। তার আসল পরিচয় জানতে অনেক গবেষণা হইয়েছে কিন্তু তাতেও রহস্য উন্মোচন করা যায়নি। এখন নাসার তৈরি নতুন দল ইউএফও-র উৎস সম্পর্কে জানার চেষ্টা করবে। তারা কি আসলে নজরদারির জন্য ব্যবহৃত চলমান বস্তু নাকি সৌরজগতের বাইরে থেকে আচমকা এসে পড়া অন্য কোনও মহাজাগতিক বস্তু— সেই প্রশ্নের উত্তর খুঁজবে ১৬ সদস্যের দলটি।

Skip to content