সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

১৯০১ সালর পর থেকে ১২২ বছরের ইতিহাসে এত গরম ফেব্রুয়ারি দেখা যায়নি। এই প্রথমবার উষ্ণতম ফেব্রুয়ারি কাটল। মৌসম ভবন জানিয়েছে, এ বছর আরও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, ভারতের একাধিক জায়গায় আগামী তিন মাসে তাপপ্রবাহ বইতে শুরু করবে। এও জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে দিনের সর্বোচ্চ গড় তাপমাত্রার পারদ ছিল স্বাভাবিকের থেকে ১.৭৩ ডিগ্রি সেলসিয়াস বেশি! এর আগে এমনটা হয়েছিল ১৯০১ সালে। আলিপুর আবহাওয়া দফতরের কথায়, কলকাতার তাপমাত্রা মার্চের প্রথম সপ্তাহেই ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যাবে। পাশাপাশি আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই।
আরও পড়ুন:

ভালো ত্বক চান? উপায় লুকিয়ে মুলতানি মাটিতে

পর্দার আড়ালে: পর্ব-২৭: উত্তমের প্রশ্নে মজাদার জবাব ভানুর, হাসির বন্যা বয়ে গেল নিউ থিয়েটার্স স্টুডিয়ো ফ্লোরে

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। পূবালী হাওয়ার জেরে বাতাসে জলীয় বাষ্প ধুকে পড়ায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভব হবে। বুধবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৩ ডিগ্রি বেশি। মহানগরে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার পারদ ২৩ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।
আরও পড়ুন:

দশভুজা, এগারো রকমের ভারী গাড়ি চালানোর লাইসেন্স তাঁর ঝুলিতে, একাত্তরেও তিনি গেয়ে চলেছেন জীবনের জয়গান

‘সিটাডেল’-এর সেটে স্টান্ট করতে গিয়ে কব্জি কেটে ক্ষত বিক্ষত, সামান্থার দেখভাল করছেন বরুণ ধওয়ান!

হাওয়া দফতর এও জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ পরিবর্তন হবে না। যদিও আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে শুক্রবারও হালকা বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে। উত্তর ও দক্ষিণবঙ্গের বাকি জেলার আবহাওয়া শুষ্ক হবে। সেই সঙ্গে ভোরের দিকে হালকা কুয়াশা থাকতে পারে।

Skip to content