শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী।

ফের কলকাতার কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার শহরের কিছু অংশে ৬টা ৪৫ মিনিট থেকে বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ শুরু হতে পারে। বৃষ্টি ঘণ্টা দুয়েক ধরে চলতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
শুধু কলকাতা নয়, উত্তর ২৪ পরগনা, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বুধবার কলকাতায় বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর ২৪ পরগনায় বৃষ্টি শুরু হতে পারে সন্ধ্যা ৭টা নাগাদ। চলতে পারে এক থেকে দু’ঘণ্টা। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে।
আরও পড়ুন:

বেশি বয়সের মহিলারা কেন অল্প বয়সি তরুণদের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন?

ফেসবুকে শেষ বার্তা, ‘চিরতরে বিদায়’! পুলিশ ৩ মিনিটের মধ্যেই যুবকের বাড়িতে পৌঁছে প্রাণ বাঁচাল

বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকাও। বৃষ্টির সঙ্গে এই সব এলাকাতেও ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার।

Skip to content