শুক্রবার ৫ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী

শুক্রবারও পারদ নিম্নমুখী হয়নি। উলটে কলকাতায় গরম আরও বেড়ে গিয়েছে। সরস্বতী পুজোর পরের দিন শহরের তাপমাত্রার পারদ ছিল প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আলিপুর হাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের থেকে তাপমাত্রা ৪ ডিগ্রি বেশি। ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল বৃহস্পতিবারের সর্বোচ্চ তাপমাত্রা। যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি।
আরও পড়ুন:

অভিনেতা অন্নু কাপুর গুরুতর অসুস্থ, চিকিৎসা চলছে দিল্লির হাসপাতালে

এ সব এখনই বন্ধ করো! অনুপমের পোস্টে চটলেন খিলাড়ি অক্ষয় কুমার

কলকাতায় বৃহস্পতিবারের থেকে শুক্রবার তাপমাত্রা সামান্য বেড়েছে। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি তাপমাত্রা।
কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় কুয়াশা থাকছে রোজ দিন। শহরের আকাশ সকালের দিকে কুয়াশার চাদরে ঢাকা থাকছে। যদিও বেলা গড়ালে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। এখনই বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন:

মাধ্যমিক ২০২৩: পাঠ্যবই খুঁটিয়ে পড়লে বাংলায় বেশি নম্বর পাওয়া কঠিন নয়

ষাট পেরিয়ে, পর্ব-২৩: শীত হোক বয়স্কদের জন্যও উপভোগ্য/২

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর প্রভাবে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ধুকছে। পাশাপাশি পশ্চিমি ঝঞ্ঝার জেরে উত্তুরে হাওয়ার দাপটও কমতে শুরু করেছে। এই দুই কারণে কলকাতা-সহ বাংলার বেশ কয়েকটি জেলায় তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে।

ছবির নাম

ছবির নাম


Skip to content