বৃহস্পতিবার ৩ অক্টোবর, ২০২৪


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

উত্তরবঙ্গের জেলাগুলি আগামী সপ্তাহে ভিজতে পারে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আজ রবিবার থেকেই দার্জিলিং, কালিম্পং-সহ একাধিক জায়গায় বর্ষণ শুরু হতে পারে। তবে শুধু উত্তর নয়, ভিজতে পারে দক্ষিণবঙ্গও। যদিও উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমই। হাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন গাঙ্গেয় বঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া শুকনোই থাকবে।
রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৫.৫ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি সেলসিয়াস বেশি। শনিবার সর্বনিম্ন পারদ ছিল ২১.৮ ডিগ্রি। রবিবার চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কম।
আরও পড়ুন:

দোলপূর্ণিমার দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ! কখন, কোথা থেকে দেখা যাবে চাঁদের ‘পেনম্ব্রাল’ রূপ?

গ্যাস-অম্বল নিত্যসঙ্গী? চোঁয়া ঢেকুর থেকে বাঁচতে সকালের পাতে রাখুন এই সব খাবার

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। হালকা থেকে মাঝারি পরিমাণই বৃষ্টি হবে। রবিবার থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া দফতর।
আরও পড়ুন:

রাতের ঘুম কেড়েছে মোবাইল ঘাঁটার অভ্যাস? এই সব উপায় মেনে চললে মিটবে অনিদ্রার সমস্যা

হেলদি ডায়েট: নিয়মিত ওটস না খাওয়ার পাঁচ কারণ

আবহাওয়ার দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় আগামী সপ্তাহ শুকনোই থাকবে। তবে কোনও কোনও জেলা বৃষ্টিও হতে পারে। রবিবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। মঙ্গলবার থেকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে বৃষ্টি শুরু হবে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। এর পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি কিছুটা বেশি হতে পারে। এমনটাই জানিয়েছে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Skip to content