ছবি: প্রতীকী। সংগৃহীত।
সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী রবিবার রাজ্যের উপকূলবর্তী দুই জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই জেলা দুটি হল—পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা। তবে উত্তর ২৪ পরগনাতে মাঝারি বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে জেলাগুলির কোথাও কোথাও বজ্রপাত হতে পারে।
হাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টি হলে সাময়িক কিছুটা স্বস্তি মিলতে পারে। তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সব মিলিয়ে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া থেকে দক্ষিণবঙ্গের বাসিন্দারা কিছুটা রেহাই পেতে পারেন। তবে বৃষ্টির পূর্বাভাস থাকলেও আগামী দু-তিন দিন জেলাগুলিতে আগেরতাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান এবং বীরভূমে অতি তীব্র তাপপ্রবাহ চলবে।
আরও পড়ুন:
গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৬: যন্ত্রণাদগ্ধ জ্যোতিরিন্দ্রনাথ রাঁচিতে পেয়েছিলেন সান্ত্বনার প্রলেপ
রাতে খাওয়াদাওয়ার পর মিষ্টি খান? কোন কোন অভ্যাস নিজের অজান্তে ক্ষতি করছে জানেন?
উত্তরবঙ্গের কয়েকটি জেলায়ও তাপপ্রবাহ চলবে। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহ চলবে। শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আবার উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:
হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-৩৮: স্বপনদোলা নাচিয়ে আয়
হাজার চেষ্টা করেও বাচ্চাকে খাওয়াতে পারছেন না? রইল পাঁচটি পরামর্শ
বৃহস্পতিবার কলকাতার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৪২ ডিগ্রি থাকতে পারে। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৬.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৩০ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। অর্থাৎ তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার কলকাতায় সর্বোচ্চ পারদ ছিল ৪২ ডিগ্রি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি।
আরও পড়ুন:
চটজলদি ওজন ঝরাতে চান? তাহলে ভরসা রাখুন এই ৫ রকম বীজে
প্রকাশিত হল মাধ্যমিকের ফল, কাদের স্থান প্রথম দশে?
বুধবারও তাপমাত্রায় টেক্কা দিয়েছে পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা। বুধবার সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.২ ডিগ্রি। সেটিই ছিল রাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা। পাশাপাশি অতি তীব্র তাপপ্রবাহ হয়েছে মালদহ, বালুরঘাট, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, মেদিনীপুর, ক্যানিং, হলদিয়া, মগরা, পানাগড়, আসানসোল এবং ঝাড়গ্রামে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার তাপপ্রবাহ চলেছে কৃষ্ণনগর, বাঁকুড়া, শ্রীনিকেতন, বহরমপুর, সল্টলেক, কাঁথি, বর্ধমান, ব্যারাকপুর, বসিরহাট এবং দমদমে। তবে বুধবার দিঘা এবং সাগরদ্বীপে তাপপ্রবাহ হয়নি।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার তাপপ্রবাহ চলেছে কৃষ্ণনগর, বাঁকুড়া, শ্রীনিকেতন, বহরমপুর, সল্টলেক, কাঁথি, বর্ধমান, ব্যারাকপুর, বসিরহাট এবং দমদমে। তবে বুধবার দিঘা এবং সাগরদ্বীপে তাপপ্রবাহ হয়নি।