![](https://samayupdates.in/wp-content/uploads/2022/05/weather-1-11.jpg)
ছবি: প্রতীকী।
অসহনীয় গরম থেকে কিছুটা স্বস্তির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে সন্ধ্যে সাড়ে ছ’টার মধ্যেই ঝাঁপিয়ে বৃষ্টি নামতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া দফতর তাদের রিপোর্টে বলেছে, কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুধু বৃষ্টি নয়, সঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা ঝোড়ো হাওয়াও বইতে পারে।
বৃহস্পতিবার আবহাওয়া দফতর উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল। উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করায় সব জেলাতেই আগাম বৃষ্টির সতর্কতা ছিল। আবার দক্ষিণবঙ্গেও সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া দফতর। বৃহস্পতিবার বিকেলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ছ’টার মধ্যেই কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি মাঝারি থেকে ভারী পরিমাণ হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সঙ্গে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলায় ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/08/Alzheimers.jpg)
ষাট পেরিয়ে, পর্ব-২১: ডিমেনশিয়া ও অ্যালঝাইমার্সের ঝুঁকির মধ্যে আপনি নেই তো? সতর্ক হতে হবে গোড়াতেই/১
![](https://samayupdates.in/wp-content/uploads/2024/06/Sundarban-EP51D.jpg)
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫১: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—পশুর, ধুধুল ও হাবল
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার সকাল থেকেই অস্বস্তিকর গরম ছিল। পারদ ৩৬ ডিগ্রি সেলসিয়াসে থেমে থাকলেও আর্দ্রতার মাত্রা ৯০ শতাংশে পৌঁছয়। বেলা বাড়লে অস্বস্তি আরও বাড়ে। এর মাঝে বিকেলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আকাশে মেঘ জমে আঁধার নামে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2023/12/Samay-Updates_Harano-sur.jpg)
উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/10/Basu-Poribar.jpg)
পর্দার আড়ালে, পর্ব-৫৫: বসু পরিবার-এ উত্তমকুমার দিনভর একটি শব্দই রিহার্সাল করেছিলেন, কোনটি?
আলিপুর আবহাওয়া দফতর আপাতত তিনটি জেলায় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে। তবে এই তিন জেলার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা আছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদেও। এই ১৫টি জেলায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন:
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/10/Basu-Poribar.jpg)
পর্দার আড়ালে, পর্ব-৫৫: বসু পরিবার-এ উত্তমকুমার দিনভর একটি শব্দই রিহার্সাল করেছিলেন, কোনটি?
![](https://samayupdates.in/wp-content/uploads/2022/10/Basu-Poribar.jpg)
পর্দার আড়ালে, পর্ব-৫৫: বসু পরিবার-এ উত্তমকুমার দিনভর একটি শব্দই রিহার্সাল করেছিলেন, কোনটি?
এদিকে, বৃহস্পতি এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে। সোমবারও আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।