শুক্রবার ১৬ মে, ২০২৫


ছবি: প্রতীকী। সংগৃহীত।

সবে চৈত্র মাসের ১৫ তারিখ হয়েছে। এখনই জানান দিচ্ছে গরম। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা চড়ছড়িয়ে বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর শনিবার দক্ষিণবঙ্গের সাতটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। বেশ কিছু জায়গায় তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে।
গতকাল শুক্রবার দক্ষিণবঙ্গের কমবেশি আটটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি! ওই তালিকায় দমদমও জায়গা করে নিয়েছে। শুক্রবার দমদমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ তাপমাত্রার পারদ ঝাড়গ্রাম বা পুরুলিয়ার থেকেও বেশি। দমদম ছাড়াও ৪০ তাপমাত্রা ছাড়িয়ে যাওয়ার তালিকায় রয়েছে বাঁকুড়া (৪০.২ ডিগ্রি), মেদিনীপুর (৪০.৫ ডিগ্রি), কলাইকুন্ডা (৪০.৪ ডিগ্রি), মগড়া (৪০ ডিগ্রি), পানাগড় (৪১.৪ ডিগ্রি), সিউড়ি (৪১ ডিগ্রি) এবং আসানসোল (৪০.২ ডিগ্রি)। শুক্রবার ঝাড়গ্রাম এবং পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল যথাক্রমে ৩৯.৫ ডিগ্রি এবং ৩৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন:

গল্পবৃক্ষ, পর্ব-২২: নন্দিবিলাস-জাতক: রূঢ়ভাষে কষ্ট কারও করিও না মন

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯o: মা সারদার কথায় ‘ঈশ্বর হলেন বালকস্বভাব’

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহ হতে পারে। পাশাপাশি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও তীব্র গরমের অস্বস্তি অনুভূত হবে। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। হাওয়া দফতর এও জানিয়েছে, আরও অন্তত তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে।
আরও পড়ুন:

উপন্যাস: আকাশ এখনও মেঘলা, পর্ব-৯: আকাশ এখনও মেঘলা

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫১: রোজই দেখি আলাস্কা পর্বতশৃঙ্গের বাঁ দিকের চূড়া থেকে সূর্য উঠতে

তবে উত্তরবঙ্গের পরিস্থিতি একটু আলাদা। শনিবার দার্জিলিং এবং জলপাইগুড়ির কোনও কোনও অংশে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের আটটি জেলায় তাপমাত্রার পারদের তেমন পরিবর্তনের সম্ভাবনা নেই।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৩: সাত-সহেলি

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০৭: লুকাবো বলি, লুকাবো কোথায়?

শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ শুক্রবার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৯ ডিগ্রি বেশি ছিল। গত বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রার পারদ আরও দু’ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি বেশি।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content