শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী। সংগৃহীত।

দক্ষিণবঙ্গে আগামী শুক্রবারের আগে পর্যন্ত বর্ষা আগমনের পূর্বাভাস নেই। তবে শুক্রবারের পরেই দক্ষিণবঙ্গ জুড়ে মৌসুমি বায়ু ঢুকতে পারে। তবে এর আগেই দক্ষিণবঙ্গে প্রাক্‌-বর্ষার বৃষ্টি শুরু হবে। কিছুটা স্বস্তি মিলবে। আবহাওয়া দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। হাওয়া দফতর সূত্রে খবর, এখনও দিন কয়েক বাকি দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে। আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় ধীরে ধীরে বদল আসতে পারে। এই প্রাক্‌-বর্ষার বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা দহনজ্বালা থেকে মুক্তি পেতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই বর্ধমান, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ। এই জেলাগুলি বৃষ্টিতে ভিজতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। সেই সঙ্গে শুক্রবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রাক্‌ বর্ষার বৃষ্টি শুরু হবে। সেই বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-১৪: ত্রিপুরায় ভ্রাতৃঘাতী দাঙ্গা

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯১: এক আলমারি বই : রাণুর বিয়েতে কবির উপহার

jযদিও আবহাওয়া দফতর এ-ও জানিয়েছে, দক্ষিণবঙ্গবাসী আপাতত প্রাক্‌-বর্ষা আসার আগে তিন দিন তীব্র গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি থেকে মুক্তি পাচ্ছেন না।
আবহাওয়া দফতর বৃহস্পতিবার পর্যন্ত পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি, আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার পর্যন্ত ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম এবং হুগলিতেও তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। এদিকে কলকাতা-সহ অন্য জেলায় প্রচণ্ড গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সেই সঙ্গে হাওয়া দফতর এও জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের আবহাওয়া বদলের সম্ভাবনা নেই।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর

পর্দার আড়ালে, পর্ব-৫৫: বসু পরিবার-এ উত্তমকুমার দিনভর একটি শব্দই রিহার্সাল করেছিলেন, কোনটি?

দক্ষিণবঙ্গে কেন বর্ষা ঢুকতে দেরি হচ্ছে? এ নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত বলেন, ‘‘আপাতত দক্ষিণবঙ্গে বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়নি। এমনকি দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু কোন দিকে এগিয়ে চলছে, তা নিয়ে এখনই পরিষ্কার করে বলা যাচ্ছে না। তবে আগামী ১৪ জুনের আগে বর্ষার আগমন নিয়ে কিছুই জানানো যাচ্ছে না।’’
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৪৬: রাজার নিয়ন্ত্রণহীন অনুচরেদের কুকর্মের দায় রাজাকেই নিতে হয়

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৩: এক্সপায়ারি ডেটের ওষুধ খাবেন?

এদিকে উত্তরবঙ্গের একাধিক জেলা বৃষ্টিতে ভাসছে। মঙ্গলবারও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পঙে। ভারী বৃষ্টিপাত হতে পারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে। সোমবার প্রবল বৃষ্টির জন্য শিলিগুড়ি শহরের একাধিক এলাকা জলমগ্ন। মঙ্গলবারেও ব্যাপক বৃষ্টি চলছে। বুধবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির লাল সতর্কতাও জারি করা করেছে হাওয়া দফতর।

Skip to content