সোমবার ৮ জুলাই, ২০২৪


শনিবার দুপু আড়াইতে নাগাদ ঘণ্টা দেড়েকের প্রবল বর্ষণে কলকাতার একাধিক জায়গায় জল জমেছে। প্রায় হাঁটু সমান জল সেন্ট্রাল অ্যাভিনিউ, স্ট্র্যান্ড রোড, এমজি রোডে। জল থইথই অবস্থা উল্টোডাঙা আন্ডারপাস, কাঁকুড়গাছি আন্ডারপাস, আমহার্স্ট স্ট্রিট, ধর্মতলা। বেশ সমস্যায় পড়েছেন পথচারীরা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, কলকাতায় দুপুর থেকে প্রায় ৪৯.১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের আর কিছু জেলায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল শনিবার থেকে সারা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফস সূত্রে জানা গিয়েছে, শনিবার সারা দিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আছে। দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং দুই ২৪ পরগনাতেও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গের একাধিক জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামী মঙ্গলবার পর্যন্ত।

Skip to content