রবিবার ২৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

প্যাচপ্যাচে গরম। মেঘাচ্ছন্ন আকাশ। এর মধ্যে মাঝেমধ্যে হালকা বৃষ্টি হচ্ছে। শনিবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে প্রায় এ রকমই আবহাওয়া। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সর্বত্র আপাতত তাপমাত্রার তেমন বদল হবে না। শনিবার, দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। উত্তরবঙ্গের আট জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আজ শনিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তিন জেলার কোনও কোনও অংশে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের অন্য জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-৬৭: মুখোমুখি প্রথমবার /২

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫০: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—গরিয়া, গোলপাতা ও হেতাল

রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সোমবার ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মু্র্শিদাবাদ, নদিয়ায়। মঙ্গলবার, ভোট গণনার দিন ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়াত গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। আগামী বুধবারও হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯০: সাহেবের বেশ না-পরে ফিরেছিলেন সাহেবের দেশ থেকে

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৭ জুন শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। শনিবার উত্তরবঙ্গের আট জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে। এর জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবিবার ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। জারি হলুদ সতর্কতা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং উত্তর দিনাজপুরে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। ভোট গণনার দিন, অর্থাৎ আগামী মঙ্গলবার ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুরে।
আরও পড়ুন:

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৫: অরু দত্ত— এক অভিশপ্ত গান্ধর্বী

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৩: এক্সপায়ারি ডেটের ওষুধ খাবেন?

এদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ হতে পারে ৩২ ডিগ্রি। সর্বনিম্ন পারদ থাকতে পারে ২৬ ডিগ্রি। মেঘলা আকাশ থাকবে। সন্ধে নাগাদ হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ২৭.৫ ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৮.৩ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.২ ডিগ্রি। অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি কম। আর সর্বোচ্চ আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। তাই অস্বস্তি ছিল বেশি, যা আজ শনিবারও বজায় রয়েছে।

Skip to content