সোমবার ১ জুলাই, ২০২৪


ছবি: প্রতীকী।

শেষমেশ দক্ষিণবঙ্গে কবে বর্ষা ঢুকছে শুক্রবার জানিয়ে দিয়েছে আবহাওয়া দফতর। মৌসম ভবন শুক্রবার বিকালে একটি বুলেটিন প্রকাশ করেছে। মৌসম ভবনের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে আগামী চার-পাঁচ দিনের মধ্যে বর্ষা ঢুকে পড়তে পারে। সেই সঙ্গে শনিবার থেকেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ বন্ধ হচ্ছে, এমনও জানানো হয়েছে। এ প্রসঙ্গে আবহবিদেরা জানিয়েছেন, আগামী চার-পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ওড়িশা, অন্ধ্র উপকূল, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছু অংশে অগ্রসর হতে পারে। এর জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বাকি জায়গায় বর্ষা প্রবেশের অনুকূল পরিবেশ রয়েছে।
তবে আলিপুর আবহাওয়া দফতর এও জানিয়েছে, তার আগে দক্ষিণবঙ্গ প্রাক্‌-বর্ষার বৃষ্টিতে ভিজতে পারে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রাক্‌-বর্ষার জেরে অল্প বিস্তর বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবারও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও কলকাতায় এখনও বৃষ্টি শুরু হয়নি।
আরও পড়ুন:

ছানার জল ফেলে দেন? নানা রোগের সমাধান এই জলকে রান্নায় কী ভাবে ব্যবহার করবেন?

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯১: এক আলমারি বই : রাণুর বিয়েতে কবির উপহার

উল্লেখ্য, আষাঢ় মাস শুরু হতে বেশি দিন বাকি নেই। তবুও দক্ষিণবঙ্গে বর্ষার দেখা নেই। গত কয়েক দিন ধরে প্রচণ্ড গরমে জেরবার অবস্থা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার। বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলছে। তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের জন্য স্বস্তির বার্তা শুনিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকেই দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহ বন্ধ হবে। আর চার-পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি।
আরও পড়ুন:

মুভি রিভিউ: ‘ক্রু’ মজাদার কমেডির মোড়কে ক্রাইমের চকোলেট

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪৯: রসিক স্বভাব মা সারদা

এদিকে উত্তরবঙ্গের পরিস্থিতি অন্যরকম। এখানে আগেই বর্ষা ঢুকে পড়েছে। গত কয়েক দিন উত্তরের জেলাগুলিতে প্রবল বৃষ্টি চলছে। উত্তের বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পরিস্থিতিও রয়েছে। টানা বৃষ্টিতে পাহাড়ে আনান জায়গায় ধসও নেমেছে। সিকিমে অনেক পর্যটক পর্যটক আটকেপড়েছেন। পাশাপাশি তিস্তার জলও ক্রমশ বাড়ছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পঙে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পঙ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং এবং কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কোচবিহারে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কালিম্পঙে বৃষ্টি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। এই পাঁচ জেলায় বৃষ্টি হতে পারে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৪৬: রাজার নিয়ন্ত্রণহীন অনুচরেদের কুকর্মের দায় রাজাকেই নিতে হয়

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৩: এক্সপায়ারি ডেটের ওষুধ খাবেন?

আবহাওয়া দফতর জানিয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে পূর্ব মেঘালয় পর্যন্ত একটি অক্ষরেখা অবস্থান করছে। এই অক্ষরেখা উত্তর বিহার এবং পশ্চিমবঙ্গের হিমালয় ছোঁয়া জেলাগুলির উপর দিয়ে এগিয়ে গিয়েছে। ফলে এখন কয়েক দিন উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং কালিম্পঙে ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে আলিপুরদুয়ারেরও কয়েকটি এলাকাতেও অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। উপন্যাস লেখার আগে জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১ম খণ্ড)’। এখন লিখছেন বসুন্ধরা এবং…এর ৩য় খণ্ড।

Skip to content