রবিবার ২৯ সেপ্টেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

সোমবার থেকে দক্ষিণবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বৃষ্টি হবে কলকাতাও। তবে আপাতত শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার কলকাতায় দিনভর বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। হাওয়া দফতর আলাদা ভাবে সতর্কতা জারি করেছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরের জন্য। এই সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ হতে পারে।
আরও পড়ুন:

বিখ্যাতদের বিবাহ-বিচিত্রা, পর্ব-৩: টলস্টয় ও সোফিয়া—সে কি কেবলই যাতনাময়…/৩

মুভি রিভিউ: মির্জাপুর সিজন ৩: সেই চমকে আর ধার নেই

আগামীকাল সোমবার থেকে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। মঙ্গলবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৫৫: সঙ্গীত অনুরাগিণী মা সারদা

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৭: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—বন লেবু ও টাগরি বানি

উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং সোমবার জলপাইগুড়ি ও কালিম্পঙে। প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৯৬: স্রোতস্বিনী পদ্মায় লাফিয়ে কবির কটকি চটি-উদ্ধার

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫৭: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—বন লেবু ও টাগরি বানি

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আগামী ২৪ ঘণ্টা সমুদ্র উত্তাল থাকবে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলের কাছে সমুদ্রের উপর দিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইছে ঝোড়ো হাওয়া। তাই সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা এবং হলদিয়া বন্দরেও সতর্কতা রয়েছে।

Skip to content