শনিবার ১৮ জানুয়ারি, ২০২৫


কলকাতায় বৃষ্টি

ছবি: প্রতীকী।

গত তিন দিনে বৃষ্টির জেরে কলকাতায় তাপমাত্রা কমেছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার পারদপতন অব্যাহত ছিল। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। তবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। হাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ, বঙ্গবাসী আপাতত কয়েক দিন দহনজ্বালা থেকে মুক্তি পাচ্ছেন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণের প্রায় সব ক’টি জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের সব ক’টি জেলাতেও মাঝারি বৃষ্টি চলবে। ফলে, গোটা বাংলাই ইদের দিন বৃষ্টিতে ভিজতে পারে।
আরও পড়ুন:

রাতভর পার্টি, শাহরুখ-পুত্র আরিয়ানকে দেখে কী করলেন ব্রাজিলের এই সুন্দরী?

মুভি রিভিউ: মার্ডার মুবারক—অধিক প্রতিভার ভিড়েই কি নষ্ট হইল গাজন?

আবহাওয়া দফতর জানিয়েছে, একটি নিম্নচাপ অক্ষরেখা ওড়িশা থেকে তামিলনাড়ু পর্যন্ত অবস্থান করছে। এই নিম্নচাপ অক্ষরেখা ছত্তীসগঢ়ের বিদর্ভ এবং কর্নাটকের উপর দিয়েই এগিয়ে গিয়েছে। আবার আর একটি ঘূর্ণাবর্ত অসম এবং রাজস্থানের উপরেও অবস্থান করছে। এই দুয়ের প্রভাবে এই বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। ফলে দক্ষিণবঙ্গের আবহাওয়া কমবেশি শুকনোই থাকবে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

নুন-চিনির শরবত কি সত্যিই শরীরে জলের অভাব পূরণ করে?

টুইঙ্কলকে বিয়ের আগে অক্ষয়ের মন ভেঙেছে বার বার, বিচ্ছেদের যন্ত্রণা কীভাবে সামলেছিলেন?

মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন সর্বনিম্ন ২৫ ডিগ্রি মধ্যে থাকতে পারে। তীব্র জেরবার কলকাতাবাসী। দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রার পারদও ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছে। তবে রবিবার ঝড়বৃষ্টির ফলে তাপমাত্রা বেশ কিছুটা কমিয়ে গিয়েছে।

Skip to content