বুধবার ২ এপ্রিল, ২০২৫


ছবি: প্রতীকী।

ভোরের দিকে দক্ষিণবঙ্গের আবহাওয়া বেশ স্বস্তিদায়ক। তবে বেলা বাড়লে বাড়ছে অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস,, আরও বৃদ্ধি পাবে তাপমাত্রা। পারদ ছড়বে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। স্বাভাবিকের থেকে তাপমাত্রার পারদ অনেকটাই বেশি থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। দোল উৎসবের পর পরই রাজ্যের পশ্চিমের কোনও কোনও জেলায় তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে। সেই সব এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। তবে সেই সব জেলায় বর্ষণের পূর্বাভাসও রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে পারে। সেক্ষেত্রে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পরের দু’দিন তাপমাত্রার তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই। এমনকি, দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রার পারদ স্বাভাবিকের ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে ৮০ থেকে ৯০ শতাংশ আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে। দক্ষিণের বাকি জেলায় আপেক্ষিক আর্দ্রতা ৭০ থেকে ৮০ শতাংশ থাকতে পারে। আবহাওয়া দফতর এও জানিয়েছে, শুষ্ক পশ্চিমা বায়ুর জন্য তাপমাত্রার পারদ বাড়তে পারে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১০৪: প্রকৃতির সান্নিধ্যে কি গ্লানিমুক্তি সম্ভব? লক্ষ্মণের আবেগ কি সাধারণের মধ্যে সহজলভ্য?

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৪৮: এখানে দিন-রাত-শীত-গ্রীষ্ম-আলো-অন্ধকার, সব কিছুরই হিসেব আলাদা

পশ্চিমের কয়েক জেলায় শনিবার থেকে সোমবার তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, কোনও এলাকার তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে বা তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হলে সেখানে তাপপ্রবাহ হয়েছে বলে ধরে নেওয়া হয়। শনিবার তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দু’-এক জায়গায়। দক্ষিণবঙ্গের অন্য জেলায় দিনের তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

গীতা: সম্ভবামি যুগে যুগে, পর্ব-২০: জ্ঞান ও অজ্ঞান

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৮৯: উদ্বোধনের ঠাকুরঘরে মা সারদার সঙ্গে স্বামী অরূপানন্দের কথোপকথন

রবিবার তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। সেই তালিকায় রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কিছু এলাকায়। দক্ষিণবঙ্গের বাকি জেলায় অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আগামী সোমবার তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের কিছু এলাকায়। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে গরম থাকবে। প্রসঙ্গত উল্লেখ্য, যে সব জায়গায় তাপপ্রবাহ হতে পারে, সে সব জায়গায় সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত খুব দরকার ছাড়া বাড়ির বাইরে যেতে বারণ করা হয়েছে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯১: গো-শালিক

উত্তম কথাচিত্র, পর্ব-৬৮: দুর্গম গিরি কান্তার ‘মরুতীর্থ হিংলাজ’

আগামী তিন দিন উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এর পরের দু’দিন তাপমাত্রার তেমন পার্থক্য হওয়ার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে গরম বাড়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও আছে। শুক্রবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। এর মধ্যে শনিবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পঙে হালকা বৃষ্টি চলতে পারে। শনিবার আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টি হতে পারে।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content