সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়েছে। তবে রেমাল বিদায় নেওয়ার পরেই রাজ্য জুড়ে ভ্যাপসা গরম পড়তে শুরু করেছে। এদিকে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা আরও বাড়বে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি দিন কয়েক পর বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায়। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় মে মাসের শেষ দিনেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-৪৪: দুষ্টরা সুযোগ পেলেই যোগ্য ব্যক্তিকে সরিয়ে অধিকার কায়েম করে

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৫০: সুন্দরবনের ম্যানগ্রোভ ও লৌকিক চিকিৎসা—গরিয়া, গোলপাতা ও হেতাল

বুধবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। শ্হরের কোনও কোনও এলাকায় অতি হালকা থেকে হালকা বৃষ্টি হতে পারে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৯.৪ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রির আশপাশে থাকতে পারে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ পারদ ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কম।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৫৫: সুর হারানো হারানো সুর

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৯: বাইনাচ-গানেরও কদর ছিল ঠাকুরবাড়িতে

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দিঘা এবং বকখালি এলাকায় বুধবার রাত সাড়ে ১১টা পর্যন্ত সমুদ্রে ঢেউয়ের উচ্চতা বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় এখনই বৃষ্টির সম্ভাবনা নেই।
আরও পড়ুন:

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৪৭: সারদা মা ও তাঁর রাধু

মহাকাব্যের কথকতা, পর্ব-৬৪: প্রজাদের আনন্দ, স্বস্তি, আশ্রয় রাম—তাঁর কাছে প্রজাদের আনুগত্যের স্থান কোথায়?

তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গের এই পাঁচ জেলায় আগামী শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Skip to content