মঙ্গলবার ৩ ডিসেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

সাগরের উপর গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। শনিবার ভোরে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর জেরেই আলিপুর আবহাওয়া দফতর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। সঙ্গে ঝড়ও হবে। রবিবার উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টি হবে। বৃষ্টির সঙ্গে ১০০-১১০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হাওয়া দফতর লাল সতর্কতা জারি করেছে। রবিবার কলকাতায় ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঝড়ের সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তাই আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করেছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে। দক্ষিণবঙ্গের বাকি সাত জেলায় অবশ্য ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন:

মুভি রিভিউ: লাপাতা লেডিজ—সহজ কমেডির ভাষায় গভীর জীবনবোধের কথা বলে

জিৎ সত্রাগ্নি’র গল্পে এবার জিৎ-রুক্মিণীর ছবি ‘বুমেরাং’

রবিবার দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই দুই জেলায় ঝড়ের সঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়ায়। ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। রবিবার দক্ষিণের বাকি জেলাতেও হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, এই সব জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পূর্ব বর্ধমানে ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।
আরও পড়ুন:

উত্তম কথাচিত্র, পর্ব-৬৩: বাবু ডাক্তার ও ‘ডাক্তারবাবু’

ভোটস্য পরিবেদনা

আগামী সোমবারও উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। রবিবারের থেকে ঝড়ের গতিবেগ কিছুটা কমবে।

সোমবারও উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় জেলায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। সঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝড়। সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের অন্য জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেখানেও ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে। ২৭ মে, সোমবার সকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। আর যাঁরা সমুদ্রে গিয়েছেন, তাঁদের দ্রুত ফিরে আসতে বলেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন:

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৮৯: বাইনাচ-গানেরও কদর ছিল ঠাকুরবাড়িতে

দশভুজা, সরস্বতীর লীলাকমল, পর্ব-২৩: তরু দত্ত— এক আনন্দ বিষাদের তরুলতা

শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম-মধ্য এবং পার্শ্ববর্তী দক্ষিণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল, তা নিম্নচাপে পরিণত হয়েছে গত ১২ ঘণ্টায় সে উত্তর-পূর্ব দিকে এগিয়ে গিয়েছে। এই মুহূর্তে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আরও উত্তর-পূর্ব দিকে সে অগ্রসর হবে। শনিবার ভোরের মধ্যে সে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত নেবে। বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার নাম হবে ‘রেমাল’। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার সন্ধ্যার মধ্যে এটি প্রবল ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। পাশাপাশি আরও উত্তরে এগিয়ে গিয়ে রবিবার মধ্যরাতে তা স্থলভাগে আছড়ে পড়তে পারে। বাংলাদেশের খেপুপাড়া এবং পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের উপকূলে সর্বশক্তি নিয়ে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘রেমাল’। এও জানানো হয়েছে, স্থলভাগে ঢোকার সময় তা প্রবল ঘূর্ণিঝড় হিসাবেই থাকবে।

Skip to content