ছবি: প্রতীকী।
এখনই মিলবে না স্বস্তি। বাংলায় আগামী তিন দিনে তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের তাপমাত্রা আগামী তিন দিনে প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে। তার পরের দু’দিনও আবহাওয়ার পরিবর্তন হবে না, অর্থাৎ গরম একই রকম থাকবে। আগামী তিন দিন বাংলার হিমালয় পার্শ্ববর্তী জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে। সেই তাপমাত্রার পারদও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত চড়তে পারে। রাজ্যের একাধিক জেলাতে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি কবে হবে, এ নিয়েও সুখবর শোনায়নি আবহাওয়া দফতর।
শুষ্ক পশ্চিমা এবং উত্তর-পশ্চিমা বায়ুর জেরেই তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে। এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের বিভিন্ন জায়গায় আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। বুধবার তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনায়। লাল সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। দক্ষিণের বাকি জেলাতে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় তীব্র তাপপ্রবাহ হতে পারে। অন্য জেলাগুলিতেও তাপপ্রবাহ হতে পারে।
আরও পড়ুন:
এসি ঘর থেকে বেরোলেই টানা হাঁচি-কাশি হয়েই চলেছে? এই ৩ টোটকায় রয়েছে সমাধান
এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৪৪: সুন্দরবনের সুন্দরী গাছ
শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই পাঁচ লেজায় লাল সতর্কতা জারি করা হয়েছে। তীব্র তাপপ্রবাহ হতে পারে আরও বেশ কয়েকটি জেলায়। সেই তালিকায় রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি। এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া দফতর। দক্ষিণের বাকি জেলায় তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে। শনিবার তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, বীরভূম, হুগলি জেলায়। বাংলার অন্য জেলাগুলিতেও তাপপ্রবাহ হতে পারে।
আরও পড়ুন:
উত্তম কথাচিত্র, পর্ব-৫৩: ‘সুরের পরশে’ তুমি-ই যে শুকতারা
নুন-চিনির শরবত কি সত্যিই শরীরে জলের অভাব পূরণ করে?
গরম থেকে ছাড় পাচ্ছে না উত্তরবঙ্গও। শনিবার পর্যন্ত তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে মালদহ এবং উত্তর দিনাজপুর জেলায়। শুক্রবার পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায়। এমনটা জানিয়েছে হাওয়া দফতর। শনিবার দক্ষিণ দিনাজপুরে তীব্র তাপপ্রবাহ হতে পারে। অস্বস্তিকর গরম অনুভূত হবে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। শনিবার পর্যন্ত এই তিন জেলায় আবহাওয়ার তেমন পরিবর্তন হবে না। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আবহাওয়া দফতর বঙ্গবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে। খুব দরকার ছাড়া দুপুরে বেরোতে মানা করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণে প্রচুর জল খাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।