
ছবি: প্রতীকী।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ সারা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড় হতে পারে। বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি শুরু হয়েছে। কলকাতার কোনও কোনও অংশে আবার রাতের দিকে বৃষ্টি হয়েছে। হাওয়া দফতর জানিয়েছে, শুক্রবারও বিকেলের দিকে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। এর জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা-সহ রাজ্যের ১৫টি জেলায়।
আবহাওয়া দফতর জানিয়েছে, কোনও কোনও জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। সঙ্গে শিলাবৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাসের সেই তালিকায় রয়েছে, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়া। ঝোড়ো হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। আর দক্ষিণের বাকি জেলাগুলি, অর্থাৎ হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমেও ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার। এই সব জেলাতেই শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে।
আরও পড়ুন:

রহস্য রোমাঞ্চের আলাস্কা, পর্ব-৫০: রোজই দেখি আলাস্কা পর্বতশৃঙ্গের বাঁ দিকের চূড়া থেকে সূর্য উঠতে

মহাকাব্যের কথকতা, পর্ব-১০৬: ভারতীয় পারিবারিক জীবনে স্নেহময় জ্যেষ্ঠর ভূমিকায় রামচন্দ্র কতটা আকর্ষণীয়?
হাওয়া দফতর এও জানিয়েছে, দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে। শুক্রবারের পর থেকে বৃষ্টি এবং ঝড়ের বেগ কমতে পারে।
এমন আবহাওয়ার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে হাওয়া দফতর। সমুদ্রের উপরেও ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতর মৎস্যজীবীদের সতর্ক করে বলেছে, শুক্রবার পর্যন্ত কোনও মৎস্যজীবী যাতে সমুদ্রে না-যান, তা নিশ্চিত করতে হবে। তবে শনিবার থেকে মৎস্যজীবীদের উপর আর নিষেধাজ্ঞা নেই। কারণ শনিবার থেকে সমুদ্রে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
এমন আবহাওয়ার জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে হাওয়া দফতর। সমুদ্রের উপরেও ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতর মৎস্যজীবীদের সতর্ক করে বলেছে, শুক্রবার পর্যন্ত কোনও মৎস্যজীবী যাতে সমুদ্রে না-যান, তা নিশ্চিত করতে হবে। তবে শনিবার থেকে মৎস্যজীবীদের উপর আর নিষেধাজ্ঞা নেই। কারণ শনিবার থেকে সমুদ্রে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:

এই দেশ এই মাটি, ত্রিপুরা: আজ কাল পরশুর গল্প, পর্ব-৫৪: রবীন্দ্রনাথের ‘মুকুট’ ত্রিপুরার ইতিহাসাশ্রিত গল্প

উত্তম কথাচিত্র, পর্ব-৬৯: সে এক স্বপ্নের ‘চাওয়া পাওয়া’
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার উত্তরবঙ্গের আটটি জেলাতেই বৃষ্টি হবে। তবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হবে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। আগামী শনিবার বৃষ্টি এবং ঝড়ের গতিবেগ বাড়তে পারে। এর জেরে আলিপুরদুয়ার, মালদহ এবং দক্ষিণ দিনাজপুরের জন্য কমলা সতর্কতা করেছে হাওয়া দফতর ।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯২: দুর্গা টুনটুনি

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০৭: লুকাবো বলি, লুকাবো কোথায়?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, অসম, রাজস্থান এবং মধ্যপ্রদেশের উপর সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। সেই সঙ্গে জোড়া অক্ষরেখার দাপট রয়েছে। একটি অক্ষরেখা ওড়িশা থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। অন্য অক্ষরেখাটি ছত্তীসগঢ়ের উপর দিয়ে চলে গিয়েছে। আগামী ২৪ মার্চ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করবে। আর এর ফলে পশ্চিমবঙ্গে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। সঙ্গে তাপমাত্রার পারদও খানিকটা কমেছে।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪৮: সকালবেলাই হাঁটতে হবে?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯o: মা সারদার কথায় ‘ঈশ্বর হলেন বালকস্বভাব’
আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ চ ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৩২ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াস কম।