সোমবার ৮ জুলাই, ২০২৪


ছবি প্রতীকী।

আগামী কয়েক ঘণ্টার মধ্যেই শুরু হবে ঝড়বৃষ্টি। হাওয়া দফতর জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতর আসন্ন এই ঝড়বৃষ্টি নিয়ে হলুদ সতর্কতাও জারি করেছে। আবহবিদরা বজ্রবিদ্যুতের সময় মানুষকে বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছে।
শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। বৃহস্পতিবারের রাতের বৃষ্টির পর তাপমাত্রাতেও কিছুটা পরিবর্তন হয়েছে। গরমে থেকে স্বস্তিতে মিলেছে। হাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশ থাকবে। আর সর্বনিম্ন পারদ থাকবে ২৬.১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আরও পড়ুন:

শেষে কিনা চটি শুঁকে খাচ্ছেন কেন করিনা? অভিনেত্রীর কাণ্ড দেখে অবাক সকলে

উচ্চ রক্তচাপের সমস্যায় মুশকিল আসান হতে পারে টক দই

আবহাওয়া দফতর এও জানিয়েছে দিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। সঙ্গে দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে। উত্তরের জেলাগুলিতেও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।

Skip to content