রবিবার ১৯ জানুয়ারি, ২০২৫


ছবি: প্রতীকী।

তীব্র দহনজ্বালার মধ্যে গত কয়েক দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হয়েছে। তাপমাত্রা এখন অনেকটাই কমেছে। এর মধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও বৃষ্টি হতে পারে।
হাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সারা সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে। হাওয়া অফিস আপাতত আগামী শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। উল্লেখ্য, সোমবার শহরের সর্বনিম্ন পারদ ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ পারদ থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
আরও পড়ুন:

গাড়িতে উঠেই কি বাতানুকূল যন্ত্রটি চালিয়ে দেন? নিজের অজান্তেই বিপদ ডেকে আনছেন না তো

অকালেই বার্ধক্যের ছাপ? তারুণ্য ধরে রাখতে এই চারটি নিয়ম মেনে চলুন

যদিও সোমবারের পর থেকে দুর্যোগের দাপট কিছুটা কমবে। হাওয়া দফতরের রিপোর্ট বলছে, সোমবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে। আগামীকাল মঙ্গলবার থেকে শুক্রবার অবধি এই সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার বইতে পারে আগামী শুক্রবার পর্যন্ত।
আরও পড়ুন:

ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়াতেও ফুলতে পারে পা, জেনে নিন কী করণীয়

নুডলসে চাই নতুনত্ব! নিমেষে বাড়িতেই তৈরি করে ফেলুন চিলি গার্লিক নুডলস

রবিবারও কলকাতায় বৃষ্টি হয়েছে। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখী ঝড়ের সাক্ষী থেকেছে শহর। সঙ্গে কয়েক ঘণ্টা ঝেঁপে বৃষ্টি হয়েছে নানা প্রান্তে। কলকাতার পাশাপাশি, দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও ঝড়বৃষ্টির কবলে পড়েছিল রবিবার। সোমবারও সেই একই ছবি দেখা যেতে পারে।

আবহাওয়া দফতর জানিয়েছে, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করায় বাংলায় ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। শুক্রবার গোটা রাজ্যেই দফায় দফায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

Skip to content