শনিবার ৫ এপ্রিল, ২০২৫


ছবি: প্রতীকী। সংগৃহীত।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝড়ের পূর্বাভাস। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবারই দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখী হতে পারে। কলকাতায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে । তবে এর জন্য তাপমাত্রায় তেমন বদলের সম্ভাবনা নেই।
কলকাতার আকাশ শুক্রবার সকাল থেকেই মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার এবং রবিবার বৃষ্টির পরিমাণ কমবে। তবে সোমবার আবার ঝড়বৃষ্টি হতে পারে। আগামী সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির পুরবাভাস রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এরকম আবহাওয়া থাকতে পারে।
আরও পড়ুন:

হ্যালো বাবু! পর্ব-৭৫: গুগলি/১০

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৯২: শ্রীমার সঙ্গে এক মেমসাহেবের কথোপকথন

শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছিল ২৬.৮ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রার পারদ হয়েছিল ৩৪.৯ ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা স্বাভাবিকের আশপাশে ছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার বড় কোনও বদল হওয়ার সম্ভাবনা নেই। তাই বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থাকবে, সঙ্গে অস্বস্তি বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:

মহাকাব্যের কথকতা, পর্ব-১০৮: গার্হস্থ্যজীবনে জ্যেষ্ঠ রামচন্দ্রের ভাবমূর্তি, তাঁর দেববিগ্রহে উত্তরণের একটি অন্যতম কারণ?

এপ্রিল ফুল

উত্তরবঙ্গেও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে হাওয়া দফতর জানিয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতে রবিবার থেকে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হবে, সেই সঙ্গে বজ্রপাত হতে পারে। আগামী সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বৃহস্পতিবার পর্যন্ত এরকম আবহাওয়া চলবে। হাওয়া দফতর উত্তরবঙ্গে রবিবার এবং সোমবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু বৃষ্টি নয়, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায়।। ঝোড়ো হাওয়ার গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার। সোমবার থেকে বৃষ্টি হবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।
আরও পড়ুন:

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক, পর্ব-১০৯: যে-আঁধার আলোর অধিক

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯৪: মৌটুসি

দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চৈত্র মাসেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। কোনও কোনও জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়ার ছাড়িয়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে কালবৈশাখী ঝড় এবং বৃষ্টি হলে খানিক স্বস্তি মিলবে। যদিও সেই স্বস্তি স্থায়ী হচ্ছে না।
* জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। ‘বুমেরাং’ চলচ্চিত্রের কাহিনিকার। উপন্যাস লেখার আগে জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১ম খণ্ড)’। এখন লিখছেন বসুন্ধরা এবং…এর ৩য় খণ্ড।

গল্প ও উপন্যাস পাঠানোর নিয়ম

‘সময় আপডেটস’ -এর এই বিভাগে যাঁরা গল্প ও উপন্যাস পাঠাতে চান তাঁরা ছোটদের ও বড়দের আলাদা আলাদা গল্প পাঠাতে পারেন। বুঝতে সুবিধার জন্য ইমেলের ‘সাবজেক্ট’-এ বিভাগের উল্লেখ করবেন। ছোটদের গল্পের জন্য ১০০০ শব্দ ও বড়দের গল্পের জন্য ১০০০-১৫০০ শব্দের মধ্যে পাঠাতে হবে ইউনিকোড ফরম্যাটে। সঙ্গে ঠিকানা ও যোগাযোগ নম্বর দিতে ভুলবেন না। গল্প বা উপন্যাস নির্বাচিত হলে যোগাযোগ করা হবে। ইমেল: samayupdatesin.writeus@gmail.com


Skip to content