ছবি: প্রতীকী।
আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে শুধু কলকাতা নয়, আরও ৩টি জেলায় বৃষ্টি হতে পারে। হাওয়া দফতর বুধবার সন্ধ্যায় এমনটাই জানিয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট আলিপুর আবহাওয়া দফতর একটি বুলেটিনে প্রকাশ করে। সেখানে জানানো হয়েছে, কলকাতায় আগামী ১ থেকে ২ ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। কলকাতার পাশাপাশি হাওড়া, পূর্ব মেদিনীপুর এবং হুগলিতেও বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার সন্ধ্যায় এই জেলাগুলির কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জন্যও সতর্ক করেছে। সাধারণ মানুষকে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন:
‘পুষ্পা: দ্য রুল’-এর একাধিক শিল্পী পথ দুর্ঘটনায় গুরুতর আহত, কেমন আছেন ছবির মুখ্য অভিনেতা অল্লু অর্জুন?
বৈষম্যের বিরোধ-জবানি, পর্ব-২২: সামাজিক প্রতিবন্ধকতার দ্বিচারিতা
বুধবার সকালে হাওয়া দফতর দক্ষিণবঙ্গের ৮টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছিল। জানানো হয়েছিল দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়াতে বৃষ্টি হতে পারে। আবহবিদেরা এও জানিয়েছেন, বৃষ্টি হলেও গরমের জেরে অস্বস্তি খুব একটা কমবে না। বেশ কয়েক দিন দক্ষিণবঙ্গে এই অস্বস্তিকর পরিস্থিতি জারি থাকবে। হাওয়া দফতর কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে।